আধার কার্ড সেন্টারের নামে প্রতারণা, চন্দ্রকোণায় গ্রেফতার ৫

0
92

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বেআইনিভাবে টাকা নিয়ে আধার কার্ড তৈরির অভিযোগে শনিবার আটক করা হল ৫ জনকে। জানা গিয়েছে কোন সরকারি অনুমতি না নিয়েই ৫০০ টাকার বিনিময়ে বেআইনিভাবে আধারকার্ড তৈরির অভিযোগে শনিবার পাঁচজনকে আটক করল চন্দ্রকোনা টাউন থানার পুলিশ।

people | newsfront.co
অভিযুক্ত। নিজস্ব চিত্র

ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ইলামবাজার এলাকায়।জানা গিয়েছে কয়েকদিন ধরেই, আধার সেন্টার তৈরি করে নতুন আধার কার্ড তৈরি ও পুরাতন আধার কার্ড সংশোধনের কাজ করছিল তারা। সংবাদমাধ্যম ছবি তুলতে গেলে কার্যত বচসার মধ্যে পড়তে হয়। আর এই ঘটনা ছড়িয়ে পড়তে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

adhar center | newsfront.co
বিতর্কিত আধার সেন্টার। নিজস্ব চিত্র

শনিবার বিষয়টি জানতে পেরে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধার কার্ড তৈরির সেন্টারটি বন্ধ করে দেয়। সেই সঙ্গে নাসিরা বিবি, মেহেদী হাঁসদা, মেইদুল ইসলাম, মহম্মদ শামীম আলি, মুন্না সরকার নামে ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য চন্দ্রকোনা টাউন থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ ডিএসপি ট্র্যাফিক চন্দন দাসকে সংবর্ধনা সদ্য পুলিশের কনস্টেবল পদে চাকুরি পাওয়া ছাত্রদের

আটক ৫ জনের বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায়। আটক ৫ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বিষয়টি জানার চেষ্টা করছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here