তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শ্যামা পূজা উত্তর দিনাজপুর জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের দাবী করে থাকে।এবার উত্তর দিনাজপুর জেলার মধ্যে আবার অভিনবত্বের দাবি করতে পারে মধ্য আখানাগর মহেন্দ্রগঞ্জ রায়কলোনি বারোয়ারি শ্যামা পূজা কমিটি।এই পূজা কমিটি এবার সমাজের ভি ভি আই পি দের দিয়ে পুজার উদ্বোধন না করে শ্যামা পুজার উদ্বোধন করালেন কালিয়াগঞ্জের ৫ জন ভিখারীদের দিয়ে।
শ্যামা পুজার উদ্বোধন করলেন বর্ষীয়ান ভিখারী জগন্নাথ দাস।পূজা কমিটি ৫জনের প্রত্যেককেই একটি করে উপহার দেওয়া হয়।
এই পূজায় এবারের থিম সমস্ত পূজা মন্ডমটি বাংলার সর্বশ্রেষ্ঠ মিষ্টি রসগোল্লা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে।শ্যামা মা রসগোল্লা দিয়ে তৈরি করা হয়েছে।
রসগোল্লা দিয়ে তৈরী মাকে দেখবার জন্য ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মত।
আরও পড়ুনঃ সূর্য মন্দিরের আদলে তৈরি আশুতোষ ক্লাবের শ্যামা পুজোর প্যান্ডেল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584