মনিরুল হক, কোচবিহারঃ
দিনহাটার সাহেবগঞ্জ থেকে ফেরার সময় পুলিশের গাড়ি নয়নজুলিতে পড়ে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রধাননগর থানার এক কনস্টেবল সহ চার জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কোচবিহারের কুশিয়ারবাড়ি সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কুশিয়ারবাড়ি সংলগ্ন এলাকায় নয়নজুলিতে পুলিশের একটি ছোট গাড়ি পড়ে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় এক পুলিশ কর্মী সহ গাড়িতে থাকা তিনজনের এবং আহত হয়েছেন ইনস্পেক্টর বিশ্বজিৎ দাস, অপর একজন কনস্টেবল সহ গাড়িতে থাকা দু’জন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রধাননগর থানার পুলিশের গাড়ি দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জ থানা থেকে ফেরার পথে এদিন দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুনঃ তলিয়ে গেল ফরাক্কার নিশিন্দ্রা কাটানের রাস্তা
সাব ইনস্পেক্টর, অপর একজন কনস্টেবল, গাড়িতে থাকা আটক দু’জন গুরুতর জখম হন। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্ত চলছে।
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কোচবিহার জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক চন্দন দাস। তিনি জানান, সাহেবগঞ্জ থানা থেকে তিনজনকে নিয়ে প্রধাননগর থানা যাওয়ার পথে ঘোকসাডাঙ্গা সংলগ্ন কুশিয়ারবারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি এবং পড়ে যায়।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের গরু পাচারের ‘বাদশা’ এনামুলের বাড়িতে হানা সিবিআইয়ের
ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজন মেয়ে, মেয়েটির মা, মেয়েটির কাকু এবং একজন পুলিশ সঙ্গে সঙ্গে মারা যান। যদিও গাড়ির চালক রঞ্জন সরকার পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গায় পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584