পিয়ালী দাস,বীরভূমঃ
বেসরকারি বাস ও একটি বোলেরো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটে। মারা যায় ৫ জন এবং গুরুতর আহত অবস্থায় আরো ৪। ঘটনাটি ঘটেছে মহাম্মদ বাজার থানার গণপুর জঙ্গলের কাছে শুক্রবার বিকেলে রামপুরহাট থেকে সিউড়ি আসছিল একটি বেসরকারি বাস আর সিউড়ি দিক থেকে রামপুরহাট এর দিকে যাচ্ছিল বোলেরো গাড়ি টি। আচমকাই বোলেরো গাড়ি কি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা বেসরকারি বাস টি তে গিয়ে সজোরে ধাক্কা মারে।
দুর্ঘটনা তীব্রতা এতটাই ছিল বোলেরো গাড়ি টি রাস্তা থেকে ছিটকে গিয়ে জঙ্গলে পরে। বোলেরো গাড়ি ঠিক উপরের ভাগ টি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে ছিল ৯ জন তার মধ্যে থাকা ৫ জন যাত্রী গাড়ি থেকে ছিটকে এদিক ওদিক পরে আর বাকি ৪ জন আহত অবস্থায় গাড়িতেই আটকে থাকে। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।
আরও পড়ুনঃ বলেরো-যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০
স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতরে আটকে পড়া গুরুতর যখম ৪ যাত্রীকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। মৃত এবং আহতদের এখনও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পরে প্রায় ঘন্টা খানেক জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরে মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বলেরও গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে থানায়। পড়ে যান চলাচল স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584