ঝাড়গ্রামে বজ্রাঘাতে মৃত ৫

0
54

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

ঝাড়গ্রাম জেলায় বাজ পড়ে পাঁচজনের মৃত্যু। আশঙ্কাজনক আরও অনেকে ,আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে চলছে নাগাড়ে বজ্রপাত। এদিন ঝাড়গ্রাম জেলার গোপিবল্লভপুর, সাঁকরাইল ও জাম্বনীতে বাজ পড়ে মৃত্যু হয়েছে দুই মহিলা-সহ পাঁচ জনের।

Dead body | newsfront.co
বজ্রাঘাতে মৃত দুই। নিজস্ব চিত্র

গোপিবল্লভপুরে বাজ পড়ে মত্যু হয়েছে ক্ষিদিল মহাপাত্র (৪৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, মহুলী গ্রামের বাসিন্দা ক্ষিদিল মহাপাত্র দুপুর বেলায় মেঘ দেখে বাড়ি থেকে ২০০ মিটার দূরত্বে খোলা মাঠে গোরু আনতে গিয়ে বাজ পড়ে খোলা মাঠে লুটিয়ে পড়েন।পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

আরও পড়ুনঃ মালদহে জলের চাপে ভাঙলো মহানন্দা নদীর বাঁধ

অপরদিকে জাম্বনীতে বাজ পড়ে মৃত্যু হয়েছে শেখ মুক্তার (৪৫) ও নেপাল মুর্মু (৫০) পড়িহাটি গ্রাম পঞ্চায়েতের নাচদা গ্রামে দু’জন জখম হয়েছেন। তাদের চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও জামিনে কাজ করতে গিয়ে সাঁকরাইল ব্লকের ধানঘরিতে বাজ পড়ে মৃত্যু ২ জনের, মৃতরা হলেন জতন কালন্দি ও সুন্দরী কালন্দি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here