রাজ্যের ৫ জেলার জেলাশাসক বদলি

0
126

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

বদলি করা হল রাজ্যের ৫ জেলাশাসককে। এদের মধ্যে রয়েছেন উত্তর ২৪ পরগনা, বীরভূম, জলপাইগুড়ি, দার্জিলিং এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসকরা। উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক হলেন সুমিত গুপ্তা। বর্তমানে তিনি স্বাস্থ্যদপ্তরের যুগ্মসচিব এবং শিল্পোন্নয়ন নিগমের এগজিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন।

Nabanna | newsfront.co
ফাইল চিত্র

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতীকে বীরভূমের জেলাশাসক করা হল। বীরভূমের বর্তমান জেলাশাসক মৌমিতা গোদারা বসুকে পাঠানো হল জলপাইগুড়ি জেলাশাসক পদে। দার্জিলিংয়ের জেলাশাসক পদে নিযুক্ত করা হল শশাঙ্ক শেট্টিকে। বর্তমানে তিনি এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন।

আরও পড়ুনঃ আট মাসের মধ্যে জিএসটি বাবদ আয় সর্বোচ্চ, বেড়ে ১.০৫ লক্ষ কোটি

দার্জিলিংয়ের বর্তমান জেলাশাসক পুনাম বালাম এস-কে বদলি করা হল ভূমিদপ্তরের যুগ্মসচিব পদে। জলপাইগুড়ির বর্তমান জেলাশাসক অভিষেককুমার তিওয়ারিকে বদলি করা হয়েছে উচ্চ শিক্ষা দপ্তরের যুগ্মসচিব পদে।

আরও পড়ুনঃ বিহারে শুরু হল দ্বিতীয় দফার ভোটগ্রহণ

নদীয়ার জেলাশাসক বিভু গোয়েলকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে বদলি করা হল। এছাড়া, পরিবেশ দপ্তর প্রধান সচিব বিবেক কুমারকে রাজ্য মূল্যায়ন পর্ষদের চেয়ারম্যান করা হল। পরিবেশ দপ্তরের পাশাপাশি তিনি ওই দায়িত্ব পালন করবেন।

অনগ্রসর শ্রেণী উন্নয়ন দপ্তরের প্রধান সচিব এ সুব্বাইয়াকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে মেদিনীপুর ডিভিশনের কমিশনার করা হয়েছে। শিল্পদপ্তরের সচিব পৃথা সরকারকে প্রেসিডেন্সি ডিভিশনের কমিশনার করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here