স্কুল ফুটবলে জাতীয় বাংলা দলে জেলার পাঁচ সোনার মেয়ে

0
301

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ
জাতীয় পর্যায়ে স্কুল ফুটবল গেমসে মহিলা অনুর্ধ(১৯)বাংলা দলের হয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের সরলা ভূপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় পাঁচ কন্যা একই স্কুল থেকে সুযোগ পায়।এই খবরে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে খুশির হাওয়া দেখা দিয়েছে।সরলা ভূপেন্দ্রনাথ উচ্চ বিদ্যালযের এই পাঁচ কন্যারা হল মিনি রায়,পূজারী রায়,শাশ্বতী সরকার, শিল্পা রায় এবং তমালিকা সরকার।

নিজস্ব চিত্র

দক্ষিণ দিনাজপুর জেলা স্কুল ক্রীড়া সংস্থার সম্পাদক বিভাস সাহা বুধবার এই খবর জানান।ভূপেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ সত্যজিৎ সরকার বলেন তার বিদ্যালয়ের ৫ ছাত্রী বুধবার বিকেলের ট্রেনে কালিয়াগঞ্জ থেকে তারা প্রথমে নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিল।নবদ্বীপ ক্যাম্পে বাংলা দলের হয়ে ২৯শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত অনুশীলন করবে।পরবর্তীতে আগামী ২রা ডিসেম্বর বাংলা দলের সাথে হরিয়ানার উদ্দেশ্যে রওনা হবে বলে জানান।প্রধান শিক্ষক ডঃ সত্যজিৎ সরকার জানান তার বিদ্যালয়ের এই পাঁচ ছাত্রীই হত দরিদ্র ঘরের মেয়ে।প্রত্যেকের বাবা দিন মজুরের কাজ করে কোন রকমে সংসার চালায়।তার বিদ্যালয়ের এই সোনার মেয়েরা শুধু সরলা ভূপেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়েরই সুনাম বৃদ্ধি করেনি,সাথে সাথে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলার সুনাম জাতীয় স্তরে পৌঁছে দিতে মেয়েরা সক্ষম হয়েছে।তিনি বলেন,”আমাদের আশা বাংলা মহিলা ফুটবল দল চ্যাম্পিয়ানের শিরোপা নিয়েই রাজ্যে ফিরবে।”উত্তরবঙ্গ ক্রীড়া পর্ষদের অন্যতম সদস্য অসীম ঘোষ বলেন কুসুমন্ডির মত একটি প্রত্যন্ত গ্রাম সরলার ভূপেন্দ্র নাথ উচ্চ বিদ্যালয়ের পাঁচ জন মেয়ে জাতীয় স্তরে ফুটবল খেলার সুযোগ পেয়েছে এই খবর পেয়ে তিনি গর্ব বোধ করছেন।ওরা সাফল্য নিয়ে ফিরে আসুক এই কামনা করছি।

আরও পড়ুনঃ ইন্টার-ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় আভার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here