উত্তর দিনাজপুরে আক্রান্ত আরও ৫

0
48

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলায় নতুন করে আরও পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন। রায়গঞ্জ মেডিকেল কলেজের ভিআরডিএল ল্যাবে এই পজিটিভ রিপোর্ট ধরা পড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হল ৩১৪। সুস্থ হয়েছেন মোট ২৫২ জন। আক্রান্তদের রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

covid hospital | newsfront.co
ফাইল চিত্র

অন্যদিকে, শুক্রবার রাতে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন স্বাস্থ্যকর্মী সহ পাঁচ জন। পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি ইটাহার ব্লকে ও একজনের বাড়ি রায়গঞ্জ ব্লকের রূপাহার এলাকায়। রূপাহারের করোনা আক্রান্ত ওই যুবক ভিন রাজ্যে শ্রমিকের কাজে কর্মরত ছিলেন। গত মাসের ২০ তারিখে তার লালার নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুনঃ বাইপাস সংলগ্ন এলাকা থেকে মহিলার দেহ উদ্ধার, ধৃত অ্যাপ ক্যাব চালক

এরপর রিপোর্ট পজিটিভ আসতেই তরিঘরি ওই যুবককে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইটাহারের পাজোল গ্রামের গৃহবধূ, তার স্বামী ও স্বামীর ভাই ভিনরাজ্যে শ্রমিকের কাজে কর্মরত ছিলেন। গত মাসের ২০ তারিখে ইটাহার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে তার লালার নমুনা নেওয়া হয়।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে মৃত ২, আহত ৫

২৩ তারিখ পজিটিভ রিপোর্ট আসতেই তরিঘরি একই পরিবারের তিন জনকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ইটাহারের নমনীয়ার বাসিন্দা স্বাস্থ্যকর্মী ফিল্ডে কাজ করার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তারা সবাই করোনাকে হারিয়ে বাড়ি ফিরেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here