কলকাতায় পাঁচ করোনা হাসপাতালে নজরদারি চালাতে পর্যবেক্ষণ দল গড়ল রাজ্য

0
72

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশ ছড়াচ্ছে। শনিবার রাজ্যে নতুন করে ১০৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এবার সংক্রমণ ঠেকাতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

corona treatment | newsfront.co
প্রতীকী চিত্র

কলকাতার কোভিড-১৯ হাসপাতালগুলি পরিদর্শনের জন্য দল গঠন করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। মোট পাঁচটি করোনা হাসপাতালে গিয়ে চিকিৎসা পর্যবেক্ষণ করবে ওই দল। কলকতার পাঁচ করোনা হাসপাতালের জন্য পাঁচটি দল গঠন করা হয়েছে।

রাজ্য সরকারের এক নির্দেশে বলা হয়েছে, ওই দলের কাজ হবে নিয়মিত হাসপাতালগুলি পরিদর্শন করা এবং স্বাস্থ্য দফতরকে সেই বিষয়ে অবগত করা। এছাড়া, স্বাস্থ্য দফতরের তরফে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে। পিপিই ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাবের মতো বিষয়গুলি সম্পর্কে সেই হেল্পলাইনে জানানো হবে।

আরও পড়ুনঃ আটটি ট্রেনে রাজ্যে ফিরছে ৩০হাজার শ্রমিক

এই হেল্পলাইনে ফোন করে প্রতিক্রিয়া জানালে তা রেকর্ড করা হবে। এরপর রাজ্যসরকার সেই রেকর্ড শুনে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১১ জন করোনা আক্রান্ত। গত সপ্তাহতেই শহরে মোট কনটেইনমেন্ট জোন ছিল ২২৭টি। এই সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১৯। শহরের অধিকাংশ জায়গা বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

স্বাস্থ্য দফতর দ্বারা গঠিত পাঁচটি দল কলকাতার যে পাঁচটি কোভিড-১৯ হাসপাতাল পরিদর্শনে যাবে সেগুলি হল, এম আর বাঙ্গুর হসপিটাল, আইডি অ্যান্ড বিজি হসপিটাল, রাজারহাটের সিএনসিআই সেকেন্ড ক্যাম্পাস, আমরি সল্টলেক অ্যান্ড ডিসান হসপিটাল এবং কলকাতা মেডিক্যাল কলেজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here