মানবিক ডোমকল গড়ার লক্ষ্যে “উদয়ের পথে”র মানবিক উদ্যোগ

0
84

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

মানবসেবা সমাজসেবার বিকল্পহীন নাম  “”উদয়ের পথে”——ডোমকলের জনমানসে এক অনন্য  ভূমিকা পালন করে চলেছে সেই সূচনাকাল ২০০৮ সাল থেকেই।  পানীয়জলে আর্সেনিক পরীক্ষায় হোক, আর দুস্থ অসহায় মানুষের পাশে থেকে মানুষের জন্যই মানবসেবার কাজই হোক সবেতেই উদয়ের পথে অগ্রগন্য। বিশ্ব অতিমারীর কঠিন সময়ে যে ভাবে উদয়ের পথে কাজ করেছে তার তুলনা মেলা ভার।  ২০০৮ সাল থেকে বিরামহীন ১৪টি বছর দিয়ে আসছে হোমিও চিকিৎসা ও ঔষধ পরিষেবা।  প্রতি ইংরেজি ক্যালেন্ডার মাসের শেষ বুধবার দেওয়া হয়  এই পরিষেবা।  প্রতিমাসে উপকৃত ১৫০জন মানুষ।  আজ ১৩ই জুলাই ২০২২ শুরু হল অ্যালোপাথিক চিকিৎসা পরিষেবা।  শুধুমাত্র রোগী দেখানো হবে সম্পূর্ণ বিনামূল্যে।  চিকিৎসা করতে আসছেন  অন্যতম শ্রেষ্ঠ হাসপাতাল SSKM (PG)এর চিকিৎসক  আবু সুফিয়ান শা, MBBS (Cal) Housestaffship in CCM, “”উদয়ের পথে”র দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়িত হল।

নিজস্ব চিত্র

উদয়ের পথের সম্পাদক ফরিদ আনসারী বলেন, “”চিকৎিসা পরিষেবা এক অনন্য অনুভূতি। যে সব গরিব মানুষ সারা রাত জেগে ভিড়ে ঠাসা ট্রেনে কোনরকমে দাঁড়িয়ে, কিছুটা বসে কলকাতার বিখ্যাত PG হাসপাতালের ডাক্তার বাবুর কাছে চিকিৎসা করতে যেতে পারেন না সে সব মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে পেরে ভালো লাগছে।  আরও ভালো লাগছে যে আমারা এতদিন যা কামনা করে এসেছি তার বাস্তব রূপ দিতে পারছি।আমাদের বিরামহীন লাগাতার প্রচেষ্টা ছিলই, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদয়ের পথের মানবিক কাজ দেখে আপ্লুত হন অন্যতম শ্রেষ্ঠ হাসপাতাল SSKM (PG)এর চিকিৎসক আবু সুফিয়ান শা মহোদয়। ব্যক্ত করেন মনের ইচ্ছা।আমরাও সাথে সাথে সাথেই সানন্দে সেই প্রস্তাব গ্রহণ করি।  আজ তার বাস্তবায়ন।” “”উদয়ের পথে”র চিকিৎসা উপসমিতির সম্পাদক হাসিবুল ইসলাম বকুল বলেন, “”মানুষের পাশে থেকে বিরামহীন সেবা করার জন্যই “উদয়ের পথে’।  আজ আমরা চিকৎিসা জগতে এক যুগান্তর  সৃষ্টি করতে পারলাম।” সভাপতি আব্দুর রহমান আনসারী বলেন, “”আমাদের সাধ অনেক, সাধ্য নেই।  সহৃদয় মানুষ এগিয়ে এলেই আমরা চিকিৎসা পরিষেবার পাশাপাশি ঔষধ পরিষেবাও দিতে সক্ষম হবে।  মহ: এ. এইচ. শওকত আলী স্মৃতি দাতব্য চিকিৎসা কেন্দ্রের মূল লক্ষ্য বাস্তবায়িত হবে।  তিনি আহবান করেন আর্থিক অনুদানের।” আর সেই মানবিক চিকিৎসক সলজ্জ হাসিতে জানান, “”উদয়ের পথের এ মানবিক কাজে অংশ গ্রহণ এক মানবিক কাজ।” সত্যই উদয়ের পথে এগিয়ে চলেছে  “”উদয়ের পথে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here