নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আলিপুরদুয়ারের মিলন সংঘের পুজো এবার ৭৩ তম বর্ষে পদার্পন করলো।পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা। শীতল পাটি দিয়ে তৈরি হচ্ছে কাল্পনিক মন্দির।উপকরণ শীতলপাটি,চালুন, কুলা,হোগলাপাতা,বাঁশের কারুকার্য।প্রতিমা তৈরি করেছেনগোপাল পাল।সম্পাদক তুলসী রায় জানান যে,এবার আমাদের বিশেষ আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা প্রতিবারই আমরা চন্দননগরের আলোকসজ্জা করে থাকি,তবে এবারের আলোকসজ্জা টা একটু ভিন্ন ধরনের উত্তরবঙ্গের মধ্যে প্রথম ফিক্সের লাইটিং দেখা যাবে যা দেখার জন্য সারা উত্তরবঙ্গের মানুষ ছুটে আসবে আমাদের পুজো প্রাঙ্গণে।
লাইটিং এর বিভিন্ন ধরনের রংয়ের খেলা হবে,সেটা মানুষ খুব বেশি করে উপভোগ করবে।এছাড়া বিসর্জনে বের করা হবে রথ,বিশ্ব শান্তির বার্তা দেওয়া হবে। আশা করছি আমাদের পুজো দর্শনার্থীদের ভালো লাগবে।
আরও পড়ুনঃ ওড়িশা অন্ধ্র হয়ে তিতলি ঢুকছে বঙ্গে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584