নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণের সংখ্যা বাড়ছে রাজ্যেও। সংক্রমণ প্রতিরোধে রবিবার কঠোর বিধিনিষেধ চালু করার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আগামী ৩ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ব্রিটেন থেকে আসা বিমান অবতরণে নিষেধাজ্ঞা জারির কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অন্তর্দেশীয় বিমান পরিষেবার ক্ষেত্রেও বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লি ও মুম্বই থেকে সপ্তাহে দু’দিন পশ্চিমবঙ্গে আসতে পারবে বিমান। রবিবার নবান্ন থেকে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে শুধুমাত্র দিল্লি ও মুম্বাই-এর নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ রয়েছে। করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দিল্লি ও মুম্বাইতে সর্বাধিক। তাই বিশেষ সতর্কতা নিচ্ছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ রাজ্যে বাড়লো বিধিনিষেধ, একই সঙ্গে ঘোষণা ‘দুয়ারে সরকার’ কর্মসূচির পরিবর্তিত সময়ের
জানা গিয়েছে, ৫ জানুয়ারি থেকে এই নির্দেশিকা কার্যকর করা হবে। এখন থেকে সোমবার ও শুক্রবার দিল্লি ও মুম্বই-এর বিমান কলকাতা বিমানবন্দরে ওঠানামা করতে পারবে। ইতিমধ্যেই বিমান পরিবহণ সংস্থাগুলিকে এই নির্দেশিকার কথা সরকারি তরফে জানিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584