শিলিগুড়ির মহানন্দা নদীতে ভাসানো হল অটল বিহারী বাজপেয়ীর অস্থি

0
68

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

শিলিগুড়িতে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থিকলস যাত্রা করল বিজেপি। যদিও বিজেপি তরফে বলা হয়েছিল রাজ্যের পাঁচটি নদীতে অস্তি কলস বিসর্জন করা হবে।ঠিক সেই মতো এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে অস্তিকলস যাত্রা শুরু হয়।এরপর শিলিগুড়ির হিলকার্ট রোড হয়ে এগোতে থাকেন মহানন্দা নদীর দিকে। এবং মহানন্দা নদীতে মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে অস্থি কলস বিসর্জন দেন সাংসদ এস এস আহলুওয়ালিয়া, বিজেপির রাজ্য সাধারন সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ শিলিগুড়ি জেলা বিজেপি নেতৃত্ব।

নিজস্ব চিত্র

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিংএর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসএস আলু্‌ওয়ালিয়াকে বলেন যে গত এক সপ্তাহ ধরে মাননীয়া অটল বিহারী বাজপেয়ীজির অস্তিকলস শিলিগুড়ির বিভিন্ন জায়গায় লোকের শ্রদ্ধাঞ্জলির অর্পন হচ্ছে এবং এদিন সকালে ঢাকেশ্বরী মন্দির থেকে একটা মিছিলের রূপে এই মিছিটি মহানন্দা নদীর তীরে এসে পৌঁছেছে।

আরও পড়ুনঃ নবদ্বীপে অটলবিহারী বাজপেয়ীর অস্তি কলস ভাসান

রাস্তায় দেখলাম বাড়ি থেকে যারা বের হতে পারেনি তাদের চোখে জল আসছে।এবং জলের অশ্রু দিয়ে তারা শ্রদ্ধাঞ্জলির অর্পিত করেছেন।এই অস্থিকলস যাত্রায় কোন রাজনীতি ছিল না।অটলজীকে শ্রদ্ধাজ্ঞাপন জানাতেই এই যাত্রা করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here