মনিরুল হক, কোচবিহারঃ
ফের জলস্তর বৃদ্ধি পাচ্ছে কোচবিহারের নদীগুলোতে। ইতিমধ্যেই মাথাভাঙার মানসাই নদীতে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাঁধ উপচে জলমগ্ন হয়ে পড়েছে মাথাভাঙা শহরের একাধিক ওয়ার্ড। পাশাপাশি মানসাই নদীর জলে প্লাবিত হয়েছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকার বোচাগারি গ্রাম, শীতলখুচি ব্লকের ছোট শালবাড়ি ও কোচবিহার ১ নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েত এলাকার শিবপুর গ্রামের শতাধিক বাড়ি।
অনেকেই গবাদিপশু নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মাথাভাঙা শহরের ২, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাড়িতে জল উঠেছে। ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবলু দাস, সত্যেন বর্মন, মনি বর্মন জানিয়েছেন, গত কয়েক দিনের বর্ষায় নদীতে ব্যাপক ভাবে জল বাড়তে শুরু করেছে।
বাঁধ উপচে তাঁদের বাড়ি গুলোতে জল ঢুকে পড়েছে। রান্না করতে না পারায় তাঁদের খাবার জোগাড় করতে সমস্যা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে এখনও সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ না করায় তাঁদের সমস্যায় পড়তে হয়েছে।
আরও পড়ুনঃ জলবন্দি ইংরেজবাজারে নৌকাই এখন একমাত্র ভরসা
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি বান্টি রায় বসুনিয়া বলেন, “আমাদের ওয়ার্ডে জলমগ্ন হয়েপড়া পরিবার গুলোকে সকালে শুকনো খাবার দেওয়া হয়েছে। সন্ধ্যায় দুর্গত মানুষদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হবে।”
বোচাগাড়ি এলাকার বাসিন্দা শংকর সরকার বলেন,“বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হচ্ছে। কিন্তু কোন ত্রিপল পাইনি। তাই রাতে সমস্যায় পড়তে হবে। রান্না বা খাওয়ার কোন ব্যবস্থা করা হয় নি। জল এভাবে বাড়তে থাকলে আমাদের সমস্যা আরও বাড়বে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584