সিমা পুরকাইত ,দক্ষিণ ২৪ পরগণাঃ
টানা বৃষ্টিতে সুন্দরবন এলাকায় একাধিক বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । বাঁধ ভেঙেছে নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ঈশ্বরীপুর মৌজা এবং ফ্রেজারগঞ্জ গ্রামপঞ্চায়েতের ফ্রেজারগঞ্জ থানা সংলগ্ন এলাকার। সাগরব্লকের ধবলাট গ্রাম পঞ্চায়েতের রাসপুর তপোবন, বোটখালি এলাকার।
একই সাথে মনি নদীর জলস্ফীতিতে বন্যা পরিস্থিতি রায়দিঘীতে।বাঁধ ভেঙে বঙ্গোপসাগরের নোনা জল ঢুকে পড়েছে বাসগৃহে, ডুবে গেছে কৃষিজমি। দুর্গত মানুষ আশ্রয় নিয়েছে বাঁধে।
জলের স্রোতে ক্ষতিগ্রস্ত ফ্রেজারগঞ্জে পর্যটকদের বিশ্রামাগার। রায়দিঘির ৮টি ওয়ার্ড জলের তলায়। কোটালের কারণে জলস্ফীতিতে এই মূহুর্তে রায়দিঘি বাজার প্লাবিত।
দুর্গত স্থানীয় মানুষ প্রশাসনিক সাহায্যের মুখাপেক্ষী কিন্তু দেখা মিলছে না কারোর বলেই অভিযোগ। একই সাথে কংক্রিটের বাঁধের দাবিতেও জমছে ক্ষোভ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584