পূর্ণভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত তপন

0
137

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

পূর্ণভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হলো তপন ব্লকের ৭নং রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। যা নিয়ে রীতিমতো রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। নদীর জল বেড়ে ওঠায় ভাঙতে শুরু করেছে বিভিন্ন এলাকার বাঁধ। সেই মতো রবিবার মধ্যরাতে পূর্ণভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৭নং রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।

river bank | newsfront.co
প্লাবন। নিজস্ব চিত্র

বাঁধ ভাঙার ফলে জলে ভেসেছে এলাকার প্রায় ২০০ বিঘার পাটের জমি সহ ধানের চারা,শাকসবজি। যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছে এলাকার কয়েক হাজার গ্রামবাসী। তপনের পদপাড়া এলাকায় পূর্ণভবা নদীর বাধঁভাঙ্গার ফলে জলে ডুবেছে পাশবর্তী সুকদেবপুর,লক্ষ্মীপুর,ডাঙ্গাপাড়া,নওগাঁ সহ বেশ কয়েকটি গ্রাম।

flood | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে খবর গত কয়েকদিন ধরেই বাড়ছিল পূর্ণভবা নদীর জল। এর ফলে বাঁধ ভাঙার আশংকা করছিলো তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পদোপাড়া এলাকার মানুষজন,সেই আশংকায় সত্যি হলো। রবিবার রাত্রী ২ নাগাদ ভেঙে যায় এলাকার বাঁধ।

river bank breaking | newsfront.co
ভাঙন। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ চোপড়ায় ব্যাঙ্কে কিস্তির টাকা মকুবের দাবিতে আন্দোলনে বাম-কংগ্রেস

যদিও গ্রামের মানুষজন অনেক চেষ্টাই করেছিল বাঁধভাঙা রোধ করতে কিন্তু কোন ফল হয়নি।বাঁধ ভেঙে প্লাবিত হলো প্রায় ২০০ বিঘার পাটের জমি সহ অনান্য ফসল। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামবাসীদের বলে দাবি। এলাকার মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here