নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
বৃষ্টির জলেই বন্যা পরিস্থিতি মালদার ইংরেজ বাজার শহর। সাত দিনের টানা বৃষ্টিতে জলের তলায় শহরের একাধিক এলাকা। ঘর বন্দী ইংরেজবাজার পুরসভার প্রায় সমস্ত ওর্য়াডের বাসিন্দারা।
ঘরের মধ্যে জল ঢুকে পড়ায় ইতিমধ্যে তিন নম্বর ওর্য়াডের বাসিন্দারা আশ্রয় নিতে শুরু করেছে স্থানীয় মালঞ্চপল্লী স্কুলে। শহরের জল নিকাশ করতে কোন পদক্ষেপ গ্রহন না করায় ও জলবন্দীদের উদ্ধারে সহযোগিতা না করায় পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে শহরের দুই প্রান্তে পথ অবরোধ করে বিক্ষোভ শহরবাসীর।
স্থানীয় কাউন্সিলারকে জানিয়েও কোন সুরাহা না মেলায় ৩নং ওর্য়াডের প্রায় কয়েক শো মহিলা পুরুষ শহরের রবীন্দ্র ভবন এলাকায় ৩৪নং জাতীয় সড়ক অবরোধ করে। বিক্ষোভ অবরোধের জেরে বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল।
স্থানীয়দের অভিযোগ বেআইনি ভাবে বিল ভরাট করায় এলাকার জল বের হচ্ছেনা। যার জেরে জলবন্দী হয়ে পড়ল গোটা এলাকা। প্রায় দুই ঘন্টা পর পুলিশ ও পুরসভার আধিকারিকরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
আরও পড়ুনঃ জল বাড়ায় বন্ধ কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট, সমস্যায় যাত্রীরা
অপরদিকে পুরসভার ২০,২৩,২৭ নম্বর ওর্য়াড জলের তলায়। জল বের হচ্ছেনা এলাকা থেকে। সকাল থেকে কোন ব্যবস্থা করেনী পুরসভা। বাধ্য হয়ে বাসিন্দারা দুপুর থেকে কানির মোড় এলাকায় স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করে।অবরোধে সামিল হন প্রায় শতাধিক বাসিন্দা। প্রায় দুই ঘন্টা ধরে অবরোধ চলেও এখনো পুলিশ বা পুরসভার কোন কর্তারা আসেননি।
দীর্ঘ লাইনে অবরুদ্ধ গোটা স্টেশন রোড। সমস্যায় পড়ছেন রেল যাত্রীরা। প্রায় দুই কিলোমিটার হেঁটে স্টেশনে যাতাযাত করছেন রেল যাত্রীরা। বৃষ্টিতে ভিজে সমস্যায় সাধারণ মানুষ। বিক্ষোভ কারীদের দাবি যতক্ষণ না প্রশাসন তাদের সমস্যা সমাধানে কোন পদক্ষেপ গ্রহন করবে অবরোধ চালিয়ে যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584