নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শ্রাবনের প্রায় শেষ দিকে এল স্বস্তির বৃষ্টি। তবে এবার আর স্বস্তি নয়, এই বৃষ্টি এবার অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তার ফলে ভোগান্তি চরমে উঠেছে দোকানদার পথচলতি মানুষ সহ গৃহস্থের।
রাজ্যের বিভিন্ন স্থানের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নবোদয় পল্লী এলাকায় সেই জল যন্ত্রণার টুকরো চিত্র ফুটে উঠল।
আরও পড়ুনঃ জলমগ্ন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র, নিকাশির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের
রাস্তাঘাট, বাড়ির উঠোন থেকে শুরু করে এমনকি বাড়ির ভেতর পর্যন্ত জল জমে রয়েছে। রাস্তা দিয়ে জলের স্রোত চলছে। এছাড়াও বেলদা থানা এলাকার চাটলা দেউলী মধ্যপাড়া ও দাঁতনের বেশ কিছু জায়গায় এই একই চিত্র দেখা গেল।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584