বৃষ্টিতে জলের তোড়ে ডুলুংনদীর অস্থায়ী রাস্তা ভেসে দুর্ভোগ

0
70

কার্তিক গুহ,ঝাড়গ্রামঃ

বৃষ্টির জেরে ঝাড়গ্রাম জেলা ফেকোঘাটের কাছে ডুলুংনদীতে জল বেড়ে যাওয়ায় ভেসে গেল অস্থায়ী রাস্তা। জল বেড়ে যাওয়ায় টানা বারো ঘণ্টার বেশি অবরুদ্ধ হয়ে পড়ল খড়গপুর-টাটানগর ৬ নম্বর বোম্বে রোড। যার জোরে নাকাল হতে হয় সাধারণ মানুষকে।

২০১৬ সালের শেষের দিকে ঝাড়খন্ডের
চৌরঙ্গী থেকে টাটানগর পর্যন্ত ৬ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়। পুরোনো রাস্তা খুঁড়ে নতুন করে ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে। এমনকী, রাস্তার মাঝে থাকা পুরাতন ব্রিজ গুলো নতুন করে তৈরি করা হচ্ছে। যে কোন ঘাটের কাছে বুলুং নদীর উপর সেতু দুর্বল হয়ে পড়ায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সেতুর দু’পাশে মাটি খোঁড়া থাকায় গাড়ি যেতে পারে
না। যান চলাচলের জন্য ডুলুং নদীর উপর
বোল্ডার ও মাটি দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি
করা হয়েছিল।

নিজস্ব চিত্র

কিন্তু গত কয়েক দিনের বৃষ্টির জেরে জল বেড়ে যাওয়ায় অস্থায়ী রাস্তাটি ভেসে যায়। ফলে কলকাতার সঙ্গে ঝাড়খণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা বোম্বে রোড বন্ধ হয়ে যায়।ফলে ভারী লরিবা যাত্রীবাহী কোন বাস যাতায়াত করতে পারছে না। ফলে গোপীবল্লভপুর ২ নং ব্লক থেকে যে কোঘাট হয়ে জেলা সদর ঝাড়গ্রাম আসার পথ বন্ধ। রোগী বা জরুরী প্রয়োজনে মানুষজন প্রায় ত্রিশ কিলোমিটার বেশি ঘুরেপথে ঝাড়গ্রামে আসতে হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here