সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
করোনা ভাইরাসের আতংকে ঘর বন্দী প্রবীণ থেকে নবীনেরা । সরকারের নির্দেশে লকডাউন চলছে গোটা দেশে। তারই জেরে মাথায় হাত জবা ফুল চাষিদের। বাজারে মন্দার দেখা দেওয়ায়, বন্ধ হয়েছে ফুল বিক্রি। এমনকি লকডাউনের জেরে বেশ কিছু জায়গায় বন্ধ বাজার হাট,এবং পাইকারী বাজার। তাই অর্থ সংকটে পরেছে ফুল ব্যবসা।
এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট এক নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতে। এখানে প্রত্তন্ত গ্রাম হিসাবে পরিচিত ডিহি সরিষা। এই ডিহি সরিষা পাড়ায় প্রায় শতাধিক পরিবারের বাস। অভাব অনটন নিত্য সঙ্গী এই পাড়ায় ।
আরও পড়ুনঃ হায়দ্রাবাদে চিকিৎসা করাতে গিয়ে অসুস্থ বৃদ্ধা মাকে নিয়ে বিপাকে মেয়ে
স্বাধীনতার পর থেকে এই এলাকার চাষিদের অর্থকারী ফসল বলতে একমাত্র জবা ফুল চাষ । বারো মাসই এই ফুলের উপর নির্ভর করে তাদের রুটি-রুজি। দীর্ঘদিন ধরে নানা প্রাকৃতিক দুর্যোগ এলেও, কিছুই করতে পারেনি তাদের এই ফুল চাষকে। বিঘার পর বিঘা জমিতে জবা ফুল চাষ করে চলে, ফুল চাষিদের সংসার। তবে জেলায় উন্নতি হলেও এই গ্রামে হয়ে ওঠেনি কোন কর্মসংস্থান।
তাই এই চাষের উপর নির্ভর করতে হয় জবা চাষিদের।আর সেখানেই বাঁধা হয়ে দাঁড়িয়েছে মহামারী করোনা ভাইরাস। আর এর জেরেই মূর্ছিত করেছে তাদের সংসার। অর্থা ভাবে যেন মাথায় আকাশ হয়ে ভেঙে পড়েছে কয়েকশো ফুল চাষিদের।
প্রতি বছর এই সময় ফুল চাষ করা চলে, দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন গ্রামে ও বহু এলাকায়। শুধু এই জেলাতেই নয়,ভিন জেলার পাশাপাশি এই ফুল কলকাতা ছাড়াও চলে যায় বিদেশের বাজারেও। তবে এবার সব শেষ। যে পরিমাণ ফুল হয়েছে চাষিদের জমিতে, তাতে কি? পর্যাপ্ত ফুল বিক্রি করায় একমাত্র বাঁধা হয়ে দাঁড়িয়েছে এই লকডাউন।
আরও পড়ুনঃ করোনার লকডাউন নিয়ে দ্বন্দ্ব শ্রমিক মালিকের
যার জেরে গাছেই পড়ে রয়েছে ফুল। এদিকে এই সময়টা চলছে নবরাত্রী । প্রচুর চাহিদা ছিল ফুলের । সেই আসায় বুক পেতে ছিলেন অনেকে। কিন্তু বাড়া ভাতে ছাই দিল, এই মহামারী। ফুল ফুটলেও তা ঝরে যাচ্ছে।
তবে এ নিয়ে চাষিরা বলেছে, গাছে ফুল থাকলেই পোকা আক্রমন করবে। আগামীতে চাষে ক্ষতি হবে । প্রতি বিঘায় যেখানে খরচ বাদ দিয়ে হাতে থাকে মাত্র সাত আট হাজার টাকা। সেটাও ভুলতে বসতে হবে বলে দাবি করেছেন চাষিরা ।
এই শুকনো ফুলের মতই, সবটাই ঝরে যাচ্ছে ডিহি সরিষা পাড়ার জবা ফুল চাষিদের সংসার। সরকারিভাবে খাদ্যশস্যের সহযোগিতা মিলছে ঠিকই।
কিন্তু অর্থ নিয়ে ব্যাপক সংকটে পরেছে ফুল ব্যবসায়ীরা। মন্দা ভাবে সরকারি সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছেন তারা।শুধু তাই নয়, কেবল প্রধানমন্ত্রীর লকডাউন প্রত্তাহারের অপেক্ষায় রয়েছে এই এলাকার জবা ফুল চাষিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584