নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
শীতকাল মানেই বাহারি ফুলের সমাহার। স্কুল, কলেজ, অফিস চত্বর থেকে পর্যটন কেন্দ্র এই সময় সেজে ওঠে নানান বাহারি ফুলের সমারোহে। সেই লক্ষ্যেই পর্যটনের মন কাড়তে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট রূপনারায়ণ নদীর ধারে নানান শীতকালীন বাহারি ফুলের মেলার আয়োজন করা হল স্থানীয় এক মেলা কমিটির পক্ষ থেকে।
আরও পড়ুনঃ ৩৯ তম মুর্শিদাবাদ জেলা বইমেলার সূচনা
শীতকালীন নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মেলা চত্বর। এলাকার পার্শ্ববর্তী জেলা থেকেও ভূপর্যটক এসে মেলায় ভিড় জমাচ্ছেন এই মেলায়। কোথাও দেখা যাচ্ছে সেলফি তোলার হুড়োহুড়ি, কোথাও বাহারি ফুলের মজা নিতে ভিড় জমেছে টবের আশেপাশে।
আরও পড়ুনঃ ডিটিএইচ উপভোক্তাদের জন্য সুখবর, ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম
মেলা কমিটির এক উদ্যোক্তা অসীম দাস জানান, “সারা বছরই আমরা এই পুষ্প মেলার আয়োজন করে থাকি। একদিকে রূপনারায়ণ নদীর রূপ, আর একদিকে শীতকালীন বাহারি ফুলের মেলা– দুই রূপ যাতে পর্যটনের মন কেড়ে নেয় তারই জন্য এই মেলার আয়োজন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584