পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
শীত বেড়াবার সময়,শীত চড়ুইভাতির সময়,শীত ফুলের সময়।চন্দ্রমল্লিকা,ডালিয়া,গোলাপের রূপে মাতোয়ারা হওয়ার সময় শীতকাল।নগর সভ্যতার ইট-কাঠ-পাথরের শুষ্ক পরিবেশে মন যখন অবসাদগ্রস্ত তখনই রায়গঞ্জের “নন্দন ” আহ্বান করল পুষ্প প্রদর্শনী বা বার্ষিক পুষ্পমেলা।দৃষ্টিনন্দন এই ফুলের মেলায় রঙিন রঙিন ফুলের সমারোহে আস্বাদিত হল রায়গঞ্জের ফুলপ্রেমী মানুষেরা।
আজ থেকে শুরু হল রায়গঞ্জ শহরে “নন্দন” আয়োজিত বার্ষিক পুষ্পমেলা।
আজ থেকে শুরু হওয়া রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের পার্শ্বস্থ ময়দানে চারদিনব্যাপী পুষ্পমেলা চলবে আগামী ৪ঠা ফেব্রুয়ারী পর্যন্ত।পুষ্পমেলার আয়োজক সংস্থা “নন্দন ” এর সভাপতি তারাশঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন এবছর তাদের পুষ্পমেলা ৩৬ বছরে পদার্পণ করল।
আরও পড়ুনঃ ফর্ম ফিলাপের পাঁচ দিনের মাথায় চেক পেয়ে খুশি কৃষকরা
পুষ্পমেলায় এবারে শোভা পাচ্ছে ভিন্ন প্রজাতির জবা,অর্কিড,রজনীগন্ধা,ডালিয়া, গাঁদা,গোলাপসহ শত শত রকমের ফুল। পুষ্পমেলা উপলক্ষ্যে মেলা প্রাঙ্গনে প্রতিদিন সন্ধ্যায় চলবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584