ঘোষনাই সার, ধূমপান মুক্ত জেলায় উড়ছে ধোঁয়া

0
52

সুদীপ পাল, বর্ধমানঃ

পশ্চিম বর্ধমানকে জেলা প্রশাসন ধূমপানমুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছে প্রায় আড়াই সপ্তাহ আগে। কিন্তু ধূমপানের সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে আগের মতোই ধূমপায়ীরা ধূমপান করে চলেছেন সর্বত্র। দার্জিলিং ও হাওড়ার পরে রাজ্যের তৃতীয় জেলা হিসেবে জেলায় প্রকাশ্যে ধূমপান বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছিল। নিয়ম অনুযায়ী জেলার আশি শতাংশ এলাকায় প্রকাশ্যে ধূমপান করা যাবে না। প্রকাশ্যে ধূমপান হচ্ছে কিনা দেখার জন্য একজন করে ‘নোডাল অফিসার’ থাকবেন। ধরা পড়লে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু শহর ঘুরতেই দেখা গেল সর্বত্রই আগের মতই ধূমপান করে চলেছেন ধূমপায়ীরা।

Smoking | newsfront.co
ছবিঃ প্রতীকী

শহরের সিটি সেন্টার, বিধাননগরের মতো বেশ কিছু জায়গায় আগের মতই ধূমপান করা হচ্ছে। শুধু তাই নয়, বেশ কয়েকটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে সিগারেট, বিড়ির দোকান। নিয়ম অনুযায়ী, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০ মিটারের মধ্যে তামাকজাতীয় সামগ্রী বিক্রি করা হলে ২০০ টাকা জরিমানা করা হবে। জেলার বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফে সচেতনতা প্রসারের কর্মসূচী ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ হাতি রোধে ৮ কিলোমিটার এলাকা জুড়ে বসল ফেন্স

কিন্তু তাতেও ধূমপান বন্ধ করা যাচ্ছে না কেন? মনে করা হচ্ছে, প্রথমে সচেতনতা গড়ে তোলার কর্মসূচি নিয়েছে প্রশাসন শুরুতেই শাস্তিমূলক পদক্ষেপ বা কড়াকড়ির পথে না গিয়ে নজরদারির পাশাপাশি সচেতনতা গড়ে তোলা জরুরি প্রশাসনের আশা, ধূমপান মুক্ত জেলা হিসেবে যে পশ্চিম বর্ধমান জেলায় ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়িত হবে শীঘ্রই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here