দুর্গা প্রতিমায় প্রকাশ সৃজনশীলতার, লক্ষ্য গ্রিনিস বুক অফ রেকর্ড

0
75

শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ

বেসরকারি একটি সংস্থার বছর কয়েক আগে আনা “এত বড় দুর্গা” ধারণা থেকেই বালুরঘাটের স্কুল শিক্ষিকা সোমা মুখার্জী বানিয়েছেন চার সেন্টিমিটারের দুর্গা প্রতিমা।

একাগ্রতায় প্রতিমা নির্মান।নিজস্ব চিত্র

কি নেই সেখানে! লক্ষ্মী গণেশ সরস্বতী বা তাঁদের বাহন সবাই রয়েছে সেই ছোট্ট প্রতিমার মূর্তিতে। সারা দিন সংসার সামলানো তারপর স্কুল সবকিছুকেই দুহাতে সামলে তারপর অবসর সময়টা যাতে কাজের মধ্যে ডুবে থাকতে পারেন যাতে সৃজনশীলতা নষ্ট না হয়ে যায় সেজন্যই তিনি এই মূর্তি বানানোতে আত্মনিয়োগ করেছেন।

নির্মিত দেবী দশভুজা।নিজস্ব চিত্র

অবসর সময়ে বসে গাল গল্প নয় বরং হাতের কাজ।এক বছর আগে তিনি বানিয়েছিলেন ছোট্ট দুর্গা প্রতিমা সেটাতে নজর কেড়েছিলেন বালুরঘাটে তার সহকর্মীদের। এবার তারাই উৎসাহ দিয়েছেন তাকে সব থেকে ছোট দুর্গা প্রতিমা বানাতে। আঠা ফেলে দেওয়া ওষুধের রাপার। জরি এবং ছোট ছোট টুকরো দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছেন তিনি।

তার দাবি এটাই সব থেকে ছোট দুর্গা প্রতিমা, ভবিষ্যতে তার লক্ষ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here