শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
বেসরকারি একটি সংস্থার বছর কয়েক আগে আনা “এত বড় দুর্গা” ধারণা থেকেই বালুরঘাটের স্কুল শিক্ষিকা সোমা মুখার্জী বানিয়েছেন চার সেন্টিমিটারের দুর্গা প্রতিমা।
কি নেই সেখানে! লক্ষ্মী গণেশ সরস্বতী বা তাঁদের বাহন সবাই রয়েছে সেই ছোট্ট প্রতিমার মূর্তিতে। সারা দিন সংসার সামলানো তারপর স্কুল সবকিছুকেই দুহাতে সামলে তারপর অবসর সময়টা যাতে কাজের মধ্যে ডুবে থাকতে পারেন যাতে সৃজনশীলতা নষ্ট না হয়ে যায় সেজন্যই তিনি এই মূর্তি বানানোতে আত্মনিয়োগ করেছেন।
অবসর সময়ে বসে গাল গল্প নয় বরং হাতের কাজ।এক বছর আগে তিনি বানিয়েছিলেন ছোট্ট দুর্গা প্রতিমা সেটাতে নজর কেড়েছিলেন বালুরঘাটে তার সহকর্মীদের। এবার তারাই উৎসাহ দিয়েছেন তাকে সব থেকে ছোট দুর্গা প্রতিমা বানাতে। আঠা ফেলে দেওয়া ওষুধের রাপার। জরি এবং ছোট ছোট টুকরো দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছেন তিনি।
তার দাবি এটাই সব থেকে ছোট দুর্গা প্রতিমা, ভবিষ্যতে তার লক্ষ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584