মনিরুল হক,কোচবিহারঃ
যার নেতৃত্বে পঞ্চায়েতে জয় পেয়েছিলেন, দলবদলে তাঁর সাথ দিলেন না দিনহাটার তিন পঞ্চায়েত সদস্য।তৃণমূল যুব বহিষ্কৃত ওই নেতার নাম নিশীথ প্রামাণিক।গতকালই তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন।আর সেই খবর পাওয়ার পরেই বিন্দুমাত্র অপেক্ষা না করে তৃণমূল কংগ্রেসে সামিল হলেন তাঁরা।দিনহাটা ১ নম্বর ব্লকের আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই তিন পঞ্চায়েত সদস্য হলেন আরতি বিশ্বাস (ঝুড়িপাড়া,বুথ নম্বর ৬/২১৫), আলিমুল মিয়া (বড় বোয়ালমারি,বুথ নম্বর ৬/২১২), রব্বিনা খাতুন (ঝুড়িপাড়া,বুথ নম্বর ৬/২১৬)।আজ দলের দিনহাটা ১ নম্বর ব্লক কার্যালয়ে উপস্থিত হয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন ওই তিন নির্দল পঞ্চায়েত সদস্য।বড় আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতে মোট ১২ টি আসন রয়েছে।এরমধ্যে গত নির্বাচনে ৯ টি আসন দখল করতে সক্ষম হয় তৃণমূল কংগ্রেস, অন্যদিকে নিশীথ অনুগামী নির্দল ৩ টি আসনে জয় পায়।এদিন ওই ৩ পঞ্চায়েত সদস্য তৃনমূলে যোগ দেওয়ায় ওই গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য হয়ে গেল বলে জানা গিয়েছে।জানা গেছে,গত পঞ্চায়েত নির্বাচনে তৎকালীন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামানিকের নেতৃত্বে দিনহাটা ও সংলগ্ন এলাকায় বেশ কিছু নির্দল প্রার্থী জয়ী হন।মূলত দলের জেলা নেতারা টিকিট দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের পুরানো কর্মীদের বঞ্চিত করছে বলে অভিযোগ তুলে নির্দল প্রার্থী দাঁড় করিয়ে জিতিয়ে আনার কৌশল নেন বলে তৃণমূলের মধ্য থেকেই অভিযোগ ওঠে।সেই কৌশলে অনেকটাই সফল হন নিশীথ প্রামাণিক।দিনহাটা ১ নম্বর ব্লকের ৮ টির বেশী গ্রাম পঞ্চায়েত,১ টি পঞ্চায়েত সমিতি, এমনকি ওই এলাকা থেকে ১টি জেলা পরিষদের আসনেও নির্দল প্রার্থীদের জিতিয়ে আনেন নিশীথ প্রামাণিক।
তবে গত বছর ৭ ডিসেম্বর কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায় সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে দল থেকে বহিস্কার করেন যুব নেতা নিশীথ প্রামাণিককে।তারপরেই তিনি কলকাতায় চলে যান।ওই সময় তার অনুগামীরা ফের নিশীথ প্রামাণিককে দলে ফিরিয়ে আনা হবে বলে বিভিন্ন ভাবে প্রচারও চালান কিন্তু শেষ পর্যন্ত তৃনমূলে প্রত্যাবর্তনের সুযোগ না মেলায় অনুগামীদের কোলকাতায় ডেকে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদান করার সিদ্ধান্তের কথা জানান।আর সেই সিধান্তের সাথে একটা বড় অংশের অনুগামী সহমত হতে না পেরে দিল্লিতে না গিয়ে কোচবিহারে ফিরে আসেন।আর এখানে এসেই তাঁরা তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নেন।
এদিন আটিয়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ওই তিন নির্দল পঞ্চায়েত সদস্য জানান,তাঁরা কোলকাতায় যাননি ঠিকই,কিন্তু আশা করেছিলেন নিশীথ প্রামাণিক তৃনমূলেই ফিরবে, কিন্তু তিনি শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেওয়ায় তাঁরা তৃণমূল কংগ্রেসে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুনঃ বিজেপিতে যোগ দিলেন বহিষ্কৃত যুব নেতা নিশীথ প্রামানিক
এক পঞ্চায়েত সদস্যের কথায়, “বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সাথে যিনি হাত মেলাতে পারেন,তিনি আমাদের নেতা হতে পারেন না।আমরা প্রথম থেকেই মানসিক ভাবে তৃণমূলের সাথে ছিলাম।মাঝে বঞ্চিত করা হচ্ছে বলে মনে হওয়ায় ভুল পথে পা বাড়িয়ে ছিলাম। আজ থেকে আবার মূল স্রোতের সাথেই ফিরে আসলাম।”
এদিন তৃণমূল কংগ্রেসের দিনহাটা ১ নং ব্লক সভাপতি নুর আলম হোসেন ওই ৩ পঞ্চায়েত সদস্যের হাতে ঘাস ফুলের পতাকা তুলে দিয়ে তাঁদের দলে অন্তর্ভুক্ত করেন।তিনি বলেন, “যে দু’চারজনের মধ্যে ভুল ধারণা হয়েছিল,তা আগেই ভেঙে গিয়েছে।তাঁরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584