সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
দীর্ঘ মেয়াদি লকডাউনের জেরে বিপাকে পড়া পরিবারের হাতে পূর্ব বর্ধমান জেলা জুড়ে ব্যক্তিগত উদ্যোগ বা সংগঠনের সহায়তায় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। শুক্রবার পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের উচ্চগ্রাম তৃণমূলের উদ্যোগে, এলাকার নানা গ্রামে খাদ্য সামগ্রী বিলি করা হয়। এদিন প্রায় ৫৪০০টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
এর পাশাপাশি বর্ধমান জয় হিন্দ বাহিনী চারুল গ্রামে প্রায় চারশো মানুষের হাতে এদিন চাল, ডাল আলু, পেঁয়াজ, তেল প্রভৃতি তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ রেশনে সামগ্রীর সাথে গ্রাহকদের মাস্ক বিলি ডিলারের
তবে ভাতারের ঝুঝকাডাঙা গ্রামের একটি ক্লাবের তরফে গ্রামের মানুষদের হাতে ‘মাস্ক’ তুলে দেওয়া হয়েছে।এছাড়া মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার টাকা অনুদান দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি বিধায়ক অভেদানন্দ থান্ডারের উদ্যোগে গুসকরার দ্বারিয়াপুর ডোকরা শিল্পীদের হাতেও এদিন খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584