নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
গোটা রাজ্য তথা বিশ্বে এখন আতংকের অপর নাম নোভেল করোনা ভাইরাস।আর এই আতংকের মাঝেও সাধারণ মানুষের যাতে কোনো রূপ অসুবিধা না হয়, সে জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ রেশনের ব্যবস্থা চালু করা হয়েছে।
রেশন ব্যবস্থায় স্বচ্ছতা রাখতে হঠাৎই বেশ কয়েকটি রেশন দোকানে সোমবার সকালে হানা দিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খাঁন।জানা যায়, এদিন তিনি প্রথমে কোলাঘাটে রেশন দোকানে যান। এ ছাড়াও গ্রাহক ও বিক্রেতাদের সাথে কথা বলেন তিনি । এর পাশাপাশি চাল ও আটার গুণগত মান স্বরজমিনে এদিন ক্ষতিয়ে দেখেন তিনি।
আরও পড়ুনঃ লকডাউনে অভুক্ত পথ সারমেয়দের আহার দান পুলিশের
যদিও এদিন সিরাজ বাবু জানান,’জেলার বিভিন্ন রেশন দোকানে নজর রেখেছি আমরা।এই লকডাউনের সময় কোন রেশন গ্রাহক যাতে সমস্যায় না পড়েন, সেই বিষয়ে তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান’।
এছাড়া তিনি বলেন, যদি এই সময়ে কোন রেশন ডিলারের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ পান, তাহলে তার লাইসেন্স যেমন বাতিল করা হবে। পাশাপাশি কোন গ্রাহক এই দুর্যোগের বাজারে রেশন তুলে তা অন্য কোথাও বিক্রি করলে যদি ধরা পড়ে। তাহলে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে বলে হুশিয়ারি দেন সিরাজ বাবু।
এছাড়াও এদিন কোন কিছু না জানিয়ে বেশ কয়েকটি রেশন দোকানে হানাও দেন বলেও জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584