রেলের খাবার মানুষের অযোগ্য : CAG-এর রিপোর্ট

0
166

 

ছবি সৌজন্যে: ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম।

ক্যাপ্ট্রোলার আ্যন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (সংক্ষেপে-C.A.G.) শুক্রবার পার্লামেন্টে  রিপোর্ট পেশ করেন যে,   ট্রেনে বা স্টেশনে যে খাবার পরিবেশন করা হয়, তা আক্ষরিক অর্থেই মানুষে খাওয়ার ‘অনুপযুক্ত’।

ছবি সৌজন্যে: wikipedia.org।

খাবারের পাশাপাশি বোতলের পানীয় জল নিয়েও প্রশ্ন তুলেছে ক্যাগ।

ছবি সৌজন্যে: indian express.com।

CAG-এর রিপোর্টে এও বলা হয় যে-  আবর্জনা ফেলার পাত্রও ঢাকা থাকে না, তা নিয়মিত পরিষ্কারও করা হয় না, তৈরি খাবারও ঢাকা থাকেনা- ফলে তাতে মাছি ও পোকামাকড়ও বসে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here