সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রেখে সুন্দরবনে ফুটবল খেলার আয়োজন

0
67

সিমা পুরকাইত, দ‌ক্ষিণ ২৪ পরগণাঃ

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন গোটা বাঙলা উত্তাল, তখন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মাথায় রেখে ফুটবল খেলায় মাতল সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত এলাকাবাসীরা।

চলতি মাসের তিনটি রবিবার নক-আউট ফুটবল নিয়ে উৎসব মুখর হয়ে ওঠে ‘মন্দিরবাজার’ ব্লকের ‘সাউথ বিষ্ণুপুর’ গ্রাম পঞ্চায়েতের ‘সাউথ বিষ্ণুপুর ফুটবল ক্লাব’।

football competition in sundarban | newsfront.co
জমজমাট ফুটবল ম্যাচ। নিজস্ব চিত্র

দীর্ঘ এগারো বছর ধরে তাদের নিজস্ব ফুটবল মাঠে ফুটবল খেলার আয়োজন করে আসছে । ৪৪ জন সদস্যর অক্লান্ত পরিশ্রমে আজ ফুটবল মুখোরিত ক্লাবের রূপ নিয়েছে “সাউথ বিষ্ণুপুর ফুটবল ক্লাব” ।

আরও পড়ুনঃ বড়দিন উপলক্ষে সেজে উঠছে গঙ্গারামপুর মিশন চার্চ

চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হয়েছে খেলা । চলবে ২২ তারিখ পর্যন্ত। প্রতিভাবান ফুটবলারদের নিয়ে এই প্রতিযোগিতা, দাবি সাউথ বিষ্ণুপুর ক্লাবের সভাপতি রহমত সরদারের। আট টিমের নক-আউট ফুটবল টুর্নামেন্টে সেমি ফাইনালে উঠেছে পার্ক সার্কাস সাতাশ পল্লি ইউথ ক্লাব, সোনার বাঙলা কাশী নগর , বিনা এন্টারপ্রাইজ মথুরাপুর, কুল্পি কলারচক ক্রান্তিকার স্পোটিং ক্লাব।

সূত্রের খবর, সেমি ফাইনালে খেলবে ‘কুল্পি কলারচক ক্রান্তিকার স্পোস্টিং ক্লাব’ বনাম ‘সোনার বাংলা কাশীনগর’। অন্যদিকে ‘বিনা এনটারপ্রাইজ মথুরাপুর’ বনাম ‘পার্ক সার্কাস সাতাশ পল্লি’-র খেলা হবে । খেলা ঘিরে চলে রক্তদান শিবিরও। এছাড়াও চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুনঃ তিনদিন ব্যাপী সায়েন্স ক্যাম্পের সূচনা

প্রতিটি খেলায় খেলোয়াদের জন্য রয়েছে “ম্যান অফ দা ম্যাচ” ট্রফি। প্রথম পুরস্কার থাকছে ‘পঁয়ত্রিশ হাজার টাকা’ সঙ্গে পাঁচ ফুট লম্বা ট্রফি , দ্বিতীয় পুরস্কার থাকছে ‘পঁচিশ হাজার’ টাকা সঙ্গে পাঁচ ফুট লম্বা ট্রফি । এছাড়া ফাইনালে প্রতিটি খেলোয়ারদের জার্সির সঙ্গে ম্যান অফ দা ম্যাচ খেতাব ।

খেলার উদ্বোধন করেন সিআই মন্দির বাজার সৌমিত্র মন্ডল, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার সূচনা হয়। ফুটবল খেলায় উপস্থিত ছিলেন মন্দিরবাজার থানার ওসি । শুধু সাউথ বিষ্ণুপুর নয় পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ফুটবল প্রেমী দেখতে আসেন এই সাউথ বিষ্ণুপুর ফুটবল উৎসবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here