উন্নয়ন ও উৎসবহীন গ্রামে ফুটবলই উৎসব

0
202

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

গ্রামে নেই কোন বড় উৎসব।সম্প্রদায় সম্পৃতির মেলবন্ধনে মেতে ওঠেন গ্রামে ফুটবল খেলা ঘিরে ।একদিকে প্রতিভাবানদের প্রতিভা খোঁজার পালা,অন্যদিকে কলকাতায় লিগ খেলা দেখা থেকে বঞ্চিত না হওয়া।দুধের স্বাধ ঘোলে মেটাতে ফুটবল খেলা নিয়ে মাতেন প্রত্যন্ত গ্রামের প্রবীন ও নবীনরা।দুদিন ব্যাপি উৎসব মুখর হয়ে ওঠে দক্ষিন সুন্দরবনের চুপড়ি ঝাড়া গ্রাম পঞ্চায়েতের রাধাবল্লভপুর গ্রাম।পনের বছর ধরে এভাবেই উৎসবমুখর করে তোলেন এলাকাবাসি।ডাঙায় বাঘ জলে কুমীড় নিয়ে দিন চলে সুন্দরবন বাসিদের।প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়েনা দক্ষিন সুন্দরবনবাসিদের কাছ থেকে। অভাব অনটন নিত্য সঙ্গী সুন্দরবনের সাতটি ব্লকের কয়েক লক্ষাধিক মানুষের।

নিজস্ব চিত্র

রায়দিঘি,কুলতলি,নামখানা,কাকদ্বীপ,সাগরদ্বীপ,পাথরপ্রতিমা,ক্যানিং এর বহু সুন্দরবনবাসি আছেন।যারা আজও অবহেলিত অর্থাভাব আর অনটনে।দক্ষিন সুন্দরবনের চুপরিঝাড়া গ্রাম পঞ্চায়েত রায়দিঘি ও কুলতলি বিধানসভার এই পঞ্চায়েত।যার মধ্যে একটি গ্রাম রাধাবল্লভপুর। স্বাধীনতার পর আজও এক ফোঁটা মেলে নি গ্রামের উন্নয়ন।অবহেলিত গ্রামে রাস্তাঘাট পানিয় জলের সমস্যা নিত্য সঙ্গি।আড়াই হাজার গ্রামবাসিদের কাছে গ্রামে উৎসব বলতে ফুটবল টুর্নামেন্ট।শান্তি সম্পৃতির মেল বন্ধন উৎসব মুখর করে তোলে গ্রামের এই খেলা ঘিরে।নিরেদবরন বিদ্যা মন্দির হাইস্কুল মাঠে চলে প্রবীন নবীনদের উদ্দ্যোগে এই খেলা।১৬ টিমের নকআউট খেলা প্রতিযোগিতায় অংশ নেন এই জেলার পাশাপাশি হাওড়া হুগলি নদীয়ার মতোন ভিন জেলার খেলোয়াররা ।চাষ আবাদ আর মৎস শিকার এই গ্রামে মুল জীবিকা।গ্রামবাসিদের সহযোগিতায় সংসার খরচ বাঁচিয়ে সারা বছরের কিঞ্চিৎ সঞ্চয়ের মধ্যো দিয়ে চলে এই ফুটবল উৎসব । গৃহস্থের মহিলা থেকে পুরুষ সবাই মাতেন রাধাবল্লভপুর গ্রামের ফুটবল টুর্নামেন্ট ঘিরে । গ্রামে রয়েছে একাধিক পূজা পার্বন। কিন্তু আনন্দ আর উৎসবমুখর সম্প্রদায় সম্পৃতির মেলবন্ধন বলতে গ্রামের  ফুটবল।দুদিন ধরে চলে গ্রামে ফুটবল খেলা। আত্মিয় সমাগমে ভরপুর  হয়ে ওঠে গ্রামের প্রতিটি বাড়িতে।কলকাতায় লিগ খেলা দেখতে যাবার পরিস্থিতি থাকেনা প্রত্তন্ত গ্রামবাসিদের।তাই দুধের স্বাধ ঘোলে মেটাতে এটা নিয়ে মাতেন রাধাবল্লভপুর গ্রামবাসিরা। দাবি উদ্দ্যোগতাদের।নির্দিষ্ট কোন খেলার মাঠ না থাকায় পিছিয়ে পরেছে সুন্দরবনের প্রত্তন্ত প্রতিভাবন খেলয়াররা।মুখ্যমন্ত্রী আসার পর বদলেছে হালহাকিকত।জেলায় অনেক ক্লাবে দুলক্ষটাকায় মিলেছে সাহায্য কিন্তু রাধাবল্লভপুর আজও বঞ্জিত গ্রামবাসিদের সাহায্য হয় উৎসব মুখর ফুটবল খেলা।বাসিন্দাদের কথামাথায় রেখে  এলাকায় হবে খেলার মাঠ।খোঁজা হবে প্রতিভাবন ফুটবলারদের।আর্জি দক্ষিন ২৪ পরগনার জেলা পরিশোধ পার্থি গনেশ মন্ডলের। গ্রামের প্রবীন নবীনরা খেলা কটাদিন নাওয়া খাওয়া ভুলে খেলা নিয়ে মাতেন তাষনয় । চুপড়ি ঝাড়ি,নলগোরা,ঢাকি,রায়দিঘি,পাথরপ্রতিমা,জয়নগর ,কুলতলি এলাকা থেকে বহু মানুষ আসেন খেলা দেখতে আসেন।

আরও পড়ুনঃ সাহিত্য মজলিসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here