মহিলা ও পুরুষের ফুটবল খেলা ডোমকলে

0
119

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ:

মহিলা ও পুরুষের দশ দলীয় ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হল রবিবার ডোমকলে। রবিবার মুর্শিদাবাদের ডোমকলের পিটি রসূল পুর মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়, শনিবার খেলা শুরু হয় রবিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। এই খেলার উদ্যোক্তা হিসেবে ছিলেন ডোমকল ব্লক তৃণমূলের সহ সভাপতি সালামোতুল্লা সেখ। খেলায় অংশ গ্রহন করেছিলেন মুর্শিদাবাদ সহ নাইজেরিয়ান খেলোয়াড়েরা। ফাইনাল ও মহিলা ফুটবল খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার খেলা প্রেমী মানুষজন সহ বহিরাগত দর্শকেরাও। মহিলাদের ২ টিম বিশিষ্ট খেলায় অংশ গ্রহন করে ছিলেন। অপরদিকে আট টিমের মধ্যে ফাইনাল খেলায় মোকাবিলা করেন ডোমকল থানা আইসি একাদশ বনাম মানিকনগর রাশি ফুটবল একাডেমি। ফাইনালে টাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করে মানিকনগর রাশি ফুটবল একাডেমি। রবিবার ফাইনাল খেলার মঞ্চে উপস্থিত ছিলেন ডোমকল মহকুমা শাসক সুমিত কুমার রায়, ডোমকল মহাকুমা খাদ্য আধিকারিক মোঃ মুসির আহমেদ, ডোমকল বিডিও শ্যাম সুন্দর মিশ্র, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। খেলা শেষে নগদ অর্থ সহ ট্রফি তুলে দেওয়া হয় জয়ী টিমের হাতে।

মহকুমা শাসক সুমিত কুমার রায় বলেন, ” যুগ প্রবর্তক স্বামী বিবেকানন্দের ভাষায় বলতে গেলে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। মহকুমায় অনেক খেলার আয়োজন করতে হবে এবং মানুষের মধ্যে যেন এই প্রতিযোগিতামূলক ভাব থাকে। যেখানে খেলার মাধ্যমে মানুষের সুস্থ মানসিকতা গড়ে ওঠে এবং সুস্থ সবল স্বাস্থ্য গড়ে ওঠে। ডোমকলে খেলার আগ্রহ বেশি মানুষের, খেলা দেখে খুব ভালো লাগছে, খেলা প্রেমীরা খেলা দেখতে ভিড় করেছে মাঠে। মহকুমা জুড়ে যেনো এমন খেলার ব্যবস্থা করা হয় বেশি করে সেই চেষ্টা করবো সকলে মিলে, খেলা দেখলে বা খেলা করলে মানসিক চিন্তা দূর হয়।”

ডোমকল মহাকুমা খাদ্য আধিকারিক মোঃ মুসির আহমেদ ফুটবল খেলার আয়োজক দের ধন্যবাদ জানিয়ে বলেন এতো ব্যস্ততার মধ্যে এতো সুন্দর মেয়েদের ফুটবল খেলার ব্যবস্থা করা হয়েছে খুবই ভালো লাগছে খেলা দেখে। তিনি আরো বলেন শুধু ডোমকলে নয় মহকুমার প্রতিটা ব্লক থেকে গ্রামে গ্রামে ফুটবল খেলার আয়োজন করতে হবে। কারণ খেলাধুলা জীবনের একটা অংশ তাই পড়াশোনার পাশাপাশি খেলা ধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে।এই খেলার মাধ্যমে যেমন মানুষের মধ্যে থেকে বিদ্বেষ এবং হিংসা অনেকটা দূর করে দেয়।তাই যেকোনো ধরনের খেলা মানুষকে সুস্থতার দিকে এগিয়ে নিয়েছে এবং এর গুরুত্ব অসীম। সরকারে পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে এমন খেলার ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি।

ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সালামোতুল্লা সেখ জানান, এলাকার মানুষের মনোরঞ্জন করার লক্ষেই ফুটবল খেলার আয়োজন। প্রতিবছর এরকম ফুটবল খেলার আয়োজন করা হবে ডোমকলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here