নামখানায় ফুটবল টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা

0
77

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। বাঙালির সেরার সেরা খেলা আজও মনে করিয়ে দেয় ফুটবল। প্রতিভাবনদের প্রতিভা বাড়াতে দক্ষিণ সুন্দরবনের দুদিনব্যাপী শুরু হয়েছে নকআউট ফুটবল টুর্নামেন্ট। নামখানা ব্লকের নামখানা গ্রাম পঞ্চায়েতের মৈত্রী মাঠে এই খেলার আয়জন করা হয়েছে।

নিজস্ব চিত্র

৮টি টিমের নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ এছাড়াও ফাইনালে জ্যাকেট রয়েছে খেলোয়ারদের জন্য। প্রথম বিজয়ীরা ৫০ হাজার টাকা সঙ্গে সাড়ে তিন ফুট ট্রফি। দ্বিতীয় বিজয়ীদের জন্য থাকছে ৩৫ হাজার টাকা সঙ্গে আড়াই ফুট ট্রফি। এদিন ফুটবল টুর্নামেন্ট হাজার হাজার দর্শক ছিল মৈত্রী সংঘের মাঠে।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন নামখানা ব্লকের প্রাক্তন সভাপতি শ্রীমন্ত কুমার মালি, মৈত্রী সংঘের সম্পাদক সন্দীপ গোল, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ধীরেন কুমার দাস, নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিতকুমার গিরি, নামখানা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাদক্ষ ছিলেন সমাজসেবী বিদ্যুৎ বিদ্যুৎ কুমার খেলোয়াড়দের এমন উদ্যোগ বলে দাবি কর্মকর্তাদের যদিও পঞ্চায়েত সমিতির কর্মাদক্ষ তিনি জানান আগের থেকে খেলার মান উন্নয়ন অনেক বেড়েছে দক্ষিণ সুন্দরবনের নামখানা এলাকায় প্রশিক্ষণ শিবির চালু করা হয়েছে। তবে মৈত্রীর সংঘের যে উদ্দীপনা সেটাকে তিনি সাধুবাদ জানিয়েছেন। কারণ এলাকার প্রতিভাবানদের উদ্যোগ বাড়াতে প্রতিটি দলে নিজের এলাকার খেলোয়াড় সহ ৪ জন করে নাইজেরিয়ান খেলোয়াড়দের দিয়ে খেলানো হচ্ছে ।

নিজস্ব চিত্র

যাতে করে ওই এলাকার মানুষরা খেলার প্রতি আগ্রহ বাড়ে। ফুটবল টুর্নামেন্ট এটা নামখানা সবচেয়ে বড় টুর্নামেন্ট নামখানার মানুষদের কাছে। এটা গর্বের সেই কারণে শুধু নামখানার মানুষরা এই মৈত্রী সংঘের মাঠে আশেপাশের মানুষজন এখানে ভিড় জমান খেলাকে ঘিরে । পাশাপাশি যারা খেলা নিয়ে মেতে থাকে তারা যাতে আগামী দিনে অনেক দূর এগিয়ে যেতে পারেন সেই কারণে তিনি পাশে দাঁড়িয়েছেন। মৈত্রী সংঘের ফুটবল টুর্নামেন্টে ভিড় চোখে পড়ার মতন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here