১৬ দলের রাত্রিকালীন ফুটবল ম্যাচের আয়োজন মগরাহাটে

0
81

সিমা পুরকাইত, দক্ষিণ দিনাজপুরঃ

এক সপ্তাহ ধরে চলে শেষ দিনে টানটান উত্তেজনার মধ্যে শেষ হল ‘মগরাহাটের সারা বাংলা ফুটবল টুর্নামেন্ট’। মগরাহাট হাইস্কুল মাঠে ‘সাহিল এন্টারপ্রাইজের’ উদ্যোগে মগরাহাট স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ১৬ টি দলের রাত্রিকালীন নক-আউট ফুটবল খেলার আয়োজন করা হয়। রবিবার ছিল অনুষ্ঠানের শেষ দিন।

football tournament in magrahat | newsfront.co
নিজস্ব চিত্র

দুটি সেমিফাইনাল আর ফাইনাল দেখতে উপচে পড়া ভিড় হয়েছিল ময়দান জুড়ে। বিকাল থেকে ছিল লম্বা লাইন। সূর্য ডুবতে মাঠ ঘিরে উন্মাদনায় তখন ফুটবল প্রেমীরা।

সন্ধ্যা সাড়ে সাতটা ছুঁইছুঁই। মাঠে প্রথম সেমিফাইনালে নামছে ‘গড়িয়া ঐক্যতান’ বনাম ‘এসবি ইলেভেন মেদিনীপুর’। ম্যাচের উদ্বোধন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ‘আইএনটিটিইউসির” সভাপতি শক্তিপদ মন্ডল। সঙ্গে ছিলেন এলাকার বিধায়িকা নমিতা সাহা, জেলা পরিশোধের খাদ্যর কর্মাধক্ষ্য হায়দার মল্লিক, মগরাহাট স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান সেলিম লস্কর।

টানটান উত্তেজনায় ‘গড়িয়া ঐক্যতান’ হার স্বীকার করে ‘এসবি ইলেভেন মেদিনীপুরের’ কাছে। সংর্বধিত হয় ‘ম্যান অফ দ্য ম্যাচে’। রবিবার খেলায় উপস্থিত হন ভারতীয় প্রাক্তন ফুটবলার রহিম নবি, মোহনবাগান খেলোয়ার সোরাব উদ্দিন। ছিলেন সবার মাঝে রাজনৈতিক বিশ্লেষণ বিজন সরকার।

আরও পড়ুনঃ মাদ্রিদে উদ্বোধন হল কার্বন মার্কেটের, আলোচনায় বিশ্ব জলবায়ু-বাতাবরণ

দ্বিতীয় সেমিফাইনাল খেলতে মাঠে হাজির ‘শ্রীজনি মামুদপুর’ বনাম ‘এএম জুয়েলার্স যুগদ্বিয়া’। দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘এএম জুয়েলার্স যুগদ্বিয়াকে’ দুরমুস করে ফাইনালে টিকিট কাটে ‘শ্রীজনি মামুদপুর’।

ফাইনাল খেলা উত্তেজনার তুঙ্গে। ‘এসবি ইলেভেন মেদিনীপুর’ বনাম ‘শ্রীজনি মামুদপুর’। গ্যালারির চারিদিকে হাজার হাজার দর্শক। মাঝে মাঝে আতসবাজির কুর্নিস মহড়া।

আরও পড়ুনঃ বিলগ্নীকরণ রুখতে লংমার্চ শ্রমিকদের

তারই মধ্যে উত্তেজনা ফাইনাল খেলায় অবশেষে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ‘ড্র’ হয়। টসে জিতে সেরার সেরা শিরপার জয় লাভ করেন ‘শ্রীজনি মামুদপুর’। দেড় লক্ষ টাকা সঙ্গে ট্রফি অর্জন করেন।

ফুটবল খেলার ফাইনালে উপস্থিত ছিলেন মগরাহাট ২ নং পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি ওরফে মগরাহাট স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান সেলিম লস্কর, ছিলেন মগরাহাট দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভপতি প্রদীপ হালদার, মগরাহাট দু’নম্বর ব্লকের বিডিও রথিন বিশ্বাস, মগরাহাট মুসলিম অ্যাঙ্গলো ওরিয়েন্টাল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জাফর বেলাল হোসেন, মগরাহাট অ্যাঙ্গলো ইনস্টিটিউশানের সভাপতি বিনয় কুমার সরকার, মগরাহাট স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি আব্দুল হাই লস্কর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here