খুলে গেল আন্তর্জাতিক ভারত – বাংলাদেশের হিলি স্থল সীমান্ত

0
119

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

লকডাউনের প্রায় ৮০ দিন পর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার আন্তর্জাতিক ভারত – বাংলাদেশের হিলি স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে আবারও আমদানি-রফতানি শুরু হল। সোমবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। তবে এক্ষেত্রে করোনা সংক্রমণ রুখতে স্বাস্থ্য বিধির বিষয়টি মানতে হচ্ছে সংশ্লিষ্টদের।

Transport | newsfront.co
নিজস্ব চিত্র

আজ হিলি সীমান্ত দিয়ে প্রায় ৪০ টি ট্রাক কাঁচা পণ্য ও অন্যান্য পণ্য নিয়ে শুরু করা হবে বাংলাদেশের সাথে বৈদেশিক রপ্তানি বাণিজ্য। দুপুর দুটো অবধি প্রায় ২২ টি ট্রাক পণ্য সামগ্রী নিয়ে বাংলাদেশে গেছে বলে জানা গেছে।

Office | newsfront.co
নিজস্ব চিত্র

লকডাউনের কারণে এত দিন বাণিজ্য বন্ধ ছিল। এ নিয়ে দুই দেশের আমদানি-রপ্তানিকারকেরা বাণিজ্য শুরু করার দাবি জানিয়ে আসছিলেন। যদিও কেন্দ্র অনেক আগেই এব্যাপারে সবুজ সংকেত দিলেও, রাজ্যের তরফে চতুর্থ লকডাউনের শেষ অবধি এই বিধি নিষেধাজ্ঞা বজায় থাকায় তা এত দিন বন্ধই ছিল।

border | newsfront.co
নিজস্ব চিত্র

এদিকে করোনা সংক্রমণ রুখতে স্বাস্থ্য বিধির ব্যবস্থ্যা বাংলাদেশ সরকারের তরফে ভারতীয় ট্রাক চালক ও খালাসিদের জন্য করা না হলেও ওই সব গাড়ির চালক ও খালাসিদের ভারতে ফিরে আসার পর তাদের হিলি এক্সপোর্টাস ও ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের তরফে করা হবে বলে জানানো হয়েছে। তাদের বেশ কিছু দিন নিজেদের তত্বাবধানে রাখবার পর ফের তাদের দিয়ে ট্রাক গুলি বাংলাদেশে রপ্তানির কাজে নিযুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সরকারের কাজের খতিয়ান তুলে ধরলেন বিধায়ক

Sanitization | newsfront.co
চলছে স্যানিটাইজেশন। নিজস্ব চিত্র

পাশাপাশি যে সমস্ত চালক ও খালাসি ট্রাক নিয়ে ওপারে যাচ্ছেন তাদের স্যানিটাইজেশনের পাশাপাশি গ্লাভস ও মাস্কের সুরক্ষা ব্যবস্থ্যা দিয়েই ওপারে ট্রাক গুলি পাঠানো হচ্ছে এবং সেই ট্রাক গুলি পণ্য নামিয়ে ফিরে এলে সেগুলি উপযুক্ত ভাবে স্যানিটাইজেশন করারও ব্যবস্থ্যা করা হয়েছে বলে হিলি এক্সপোর্ট এন্ড ক্লিয়ারিং এজেন্টস ( হেএক্কা) অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক আগরওয়াল ও সম্পাদক সঞ্জিত মন্ডল জানিয়েছেন।

অপরদিকে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছিলেন ভারতীয় ট্রাক চালক ও খালাসীরা। এর সাথে যুক্ত অন্যান্য প্রচুর কর্মীরাও। সমস্যায় পড়েছিলেন এক্সপোর্টাররাও। তাই আজ থেকে ফের আমদানি-রফতানি চালু হওয়ায় খুশির হাওয়া বইছে হিলি সীমান্তে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here