কালীপূজা উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট রামনগরে

0
84

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকার মৈতনা ও কালী পূজার যৌথ উদ্যোগে ঐক্যতান ক্লাবের পরিচালনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দিনে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি।

Football tournament on Kali puja occasion in Ramnagar
নিজস্ব চিত্র

এছাড়াও উপস্থিত ছিলেন আনন্দময়ী হাই স্কুলের প্রধান শিক্ষক হৃষিকেশ দাস, জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি, কর্মাধ্যক্ষ শংকরী রায়, সৌমেন গিরি, তমাল তরুণ দাস মহাপাত্র, সত্য রায় সহ অন্যান্য বিশিষ্টজন।

Football tournament on Kali puja occasion in Ramnagar
পুষ্প স্তবক দিয়ে সংবর্ধনা। নিজস্ব চিত্র

বিধায়ক অখিল গিরি বলেন ঐকতান ক্লাবের প্রতিবছর এইরকম ভাবে ফুটবল টুর্নামেন্ট করুক আমি সব দিক দিয়েে সাহায্য করব। আরও বলেন ছোট্ট ছোট্ট ছেলেদের ফুটবলের প্রতি আকৃষ্ট করার জন্য যা যা দরকার তার জন্য আমি সহযোগিতা সব সময় করব।

Football tournament on Kali puja occasion in Ramnagar
নিজস্ব চিত্র

এই খেলায় তিন হাজারের উপর লোকের সমাগম দেখতে পাওয়া যায়। ফাইনাল খেলায় অংশ গ্রহন করেছিল গোব দাঙ্গার তরুণ সংঘ ও হাওড়া একাদশ, জয় লাভ করে গোব দাঙ্গার তরুণ সংঘ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here