বস্তির গলি থেকে বিশ্বকাপে মালদহের রবি

0
101

হরষিত সিংহ,মালদহঃ

ফুটবলের প্রতি ভালবাসা ও ইচ্ছা শক্তির জোরে বস্তির গলি থেকে বিশ্বকাপের আসরে মালদহের অচেনা রবি।তাই নিজের প্রতিভা দেখাতে দু’চোখে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ময়দানে নামার আপেক্ষায় জেলার এই প্রতিভাবান ফুটবলার। তাঁর স্বপ্ন সফল হলে শুধু সে বা তাঁর পরিবার নয়,গর্বিত হবে মালদহও।আগামী নভেম্বর মাসে মেক্সিকো সিটির জোকালোতে ফুটবল বিশ্বকাপে দেশের হয়ে খেলতে যাচ্ছেন মালদহের রবি মল্লিক।তারঁ সাফল্য কামনায় জেলাবাসী।
মালদহের ইংরেজবাজার শহরে জেলা পুলিশ লাইনের পাশে ছোট্ট হরিজন বস্তিতে থাকেন রবি। বয়স মাত্র ২৫।বাবা রঞ্জিত মল্লিক পেশায় ইংরেজবাজার পৌরসভার অস্থায়ী সাফাইকর্মী।মা কমলা মল্লিক গৃহ পরিচারিকা। তিন ভাই বোনের মধ্যে সবার ছোটো রবি।ছোটোবেলা থেকে অভাব অনটন সঙ্গী করে বড় হয়েছেন। একসময় দু’বেলা পেট ভরে ভাত জুটত না। ছোটো থেকে ফুটবলের প্রতি তার ভালবাসা ছিল।বল কেনার সামর্থ্য না থাকায় ছোট বেলা ফেলে দেওয়া প্ল্যাসটিক কুড়িয়ে বল তৈরী করে। পাড়ার সঙ্গীদের নিয়ে সেই বল নিয়ে গলিতে হাতেখড়ি।তারপর ধীরে ধীরে পুলিশ লাইনের মাঠে খেলে বড় হয়ে ওঠা।রবির ফুটবল প্রতিভা দেখে পাশে দাঁড়ায় এলাকার যুবক ডাট্টুদার।রবিকে ফুটবলার তৈরি করার মূল কারিগর তিনি। শেখাতে শুরু করেন পেশাদার ফুটবল। তারপর জেলায় বিভিন্ন ক্লাবের হয়ে খেলে কলকাতায় খেলতে যায়।সেখান থেকেই জাতীয় দলে সুযোগ।
১৩ থেকে ১৮ নভেম্বর চলবে হোমলেস ফুটবল বিশ্বকাপ।অংশ নিচ্ছে ভারত সহ পৃথিবীর ৪৭টি দেশ।৫০০ জনেরও বেশি ফুটবলার অংশ নিচ্ছেন এই বিশ্বকাপে।খেলবে ভারতীয় ছেলে ও মেয়েদের দলও। ছেলেদের টিমে আছেন মালদার রবি।
ফুটবল বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর তাগিদটা এখন থেকেই রবির চোখেমুখে ফুটে উঠছে। ভোর থেকে সন্ধে,তাঁকে দেখতে পাওয়া যাবে পুলিশ লাইন মাঠে। রবি বলেন,”ন্যাশনাল খেলতে যাওয়ার সময় আমি বিশ্বকাপের জন্য মনোনীত হয়েছি।তাতে আমি গর্বিত।খেলাই আমার জীবন।ফুটবলে কিছু করে দেখানোর তাগিদ ছিল প্রথম থেকে।এর আগে বিভিন্ন জায়গায় খেলেছি। মালদহের সুজাপুরের সাদ্দাম নামে এক দাদা আমাকে প্রথম কলকাতা নিয়ে যান। তাঁর উদ্যোগেই আমি ন্যাশনাল টিমে জায়গা পাই।সেখান থেকে আমি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ খেলতে যাব।নাগপুরে হোমলেস ফুটবল বিশ্বকাপ দলের নির্বাচনী ক্যাম্প বসে। সেখানে রবি জাতীয় দলের খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন।এখন মনে একটাই ভাবনা।গোটা দুনিয়ার সামনে দেশের নাম উজ্জ্বল করতে দিনরাত পরিশ্রম করে ফুটবল অনুশীল করে চলেছে ফুটবলার রবি।

আরও পড়ুন: সঠিক তদন্তের দাবীতে কফিন বন্দি মৃতদেহ মাটির নীচে পুঁতে রেখে পাহারা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here