মনিরুল হক, কোচবিহারঃ
দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে হেলমেটহীন বাইক আরোহীদের জল ও ললিপপ দিয়ে অভিনব ভাবে সচেতন করতে পথে নামল তুফানগঞ্জ থানার পুলিশ। তুফানগঞ্জ থানার পুলিশ ও আশ্রয় ওয়েল ফেয়ার সোসাইটির সহযোগিতায় মঙ্গলবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী পালিত করা হল তুফানগঞ্জ থানা মোড় এলাকায়।
এদিন ওই সেভ ড্রাইভ সেফ লাইভ কর্মসুচিতে উপস্থিত ছিলেন তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক মহম্মদ ফারুক চৌধুরী, চাঁদ মোহন সাহা, আশ্রয় ওয়েল ফেয়ার সোসাইটির সদস্যরা সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।
তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক মহম্মদ ফারুক চৌধুরী বলেন, “আশ্রয় ওয়েলফেয়ার সোসাইটির এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। আগামী দিনে তাঁরা যেন আরও এই রকম সচেতনতা শিবির করে।
পাশাপাশি পথ নিরাপত্তা নিয়ে মহকুমার বিভিন্ন ক্লাব গুলি ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে এগিয়ে আসার কথা বলেন। বিশিষ্ট সমাজসেবী চাঁদ মোহন সাহা বলেন, “হেলমেটহীন মোটরবাইক চালকদের আজ জল ও ললিপপ খাইয়ে সচেতন করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584