শ্যামল রায়,নবদ্বীপঃ
চৈতন্য দেবের জন্মস্থান নবদ্বীপ। এই নবদ্বীপ ধাম রেলস্টেশন একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন। দেশ-বিদেশ থেকে বহু যাত্রী নবদ্বীপ মায়াপুরে বেড়াতে আসেন। বেড়াতে আসার পথে নবদ্বীপ ধাম রেলস্টেশন থেকে যাত্রীদের কাছ থেকে প্রায়ই চুরির ঘটনা ঘটতে ।
রবিবার সকালের দিকেই অগ্রদ্বীপের থেকে নবদ্বীপে বেড়াতে এসে খোয়ালেন একটি ব্যাগ। ব্যাগে বেশ কিছু জিনিসপত্র ছিল। নবদ্বীপ জিআরপি পীর কাছে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা।
ওই মহিলা জানালেন যে তিনি ভাবতেই পারেননি নবদ্বীপ ধাম রেলস্টেশন থেকে হঠাৎ করেই উধাও হয়ে যাবে ব্যাগ।
চোখের জল ফেললেও ব্যক্তি আর উদ্ধার করতে পারেনি জিআরপি ওই মহিলা।
যাত্রীসাধারণের অভিযোগ রাতের অন্ধকারেও দুষ্কৃতিকারীরা টানাটানি করে ব্যাগপত্র নিয়ে দৌড়ে চলে যায়। প্রায়ই খোয়া যায় মোবাইল।
জিআরপি সূত্রে জানা গিয়েছে যে কয়েক মাস আগেও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। যে ব্যাক্তির মোবাইল তাকে উদ্ধার করে তার হাতে তুলে দেয়া হয়েছে।
তবে এরকম সংখ্যাটা তলানীতে ঠেকে গিয়েছে।
অভিযোগ উঠেছে যে নবদ্বীপ ধাম রেলস্টেশন চত্বরে একটা অসামাজিক দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত রয়েছে। অভিযোগ যে পুলিশ জানা সত্ত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পিছপা। কিন্তু কেন ?
মদ-গাঁজার রমরমা কারবার চলে নবদ্বীপ রেল স্টেশন কে ঘিরে। নবদ্বীপ রেল স্টেশনের ৪নম্বর প্লাটফর্ম থেকে নেমে শ্রীরামপুর গ্রামের দিকে যাবার পথে বিভিন্ন হোটেলে যেমন অনবরত মদ বিক্রি হয় রেললাইনের নিচে মদ বিক্রি হয় তেমনি দোকানেও হামেশাই মিলছে মদ।
এলাকার বাসিন্দারা প্রশ্ন তুলেছেন এর পিছনে কি মদদ নেই কারো? তাই যদি না থাকে তাহলে খোলা বাজারে এসব চলছে কি করে ?
তাই যাত্রী সাধারন দাবি তুলেছেন যে নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা দরকার চৈতন্য ভূমি নবদ্বীপ ধাম রেলস্টেশনে। যদি এরকম ঢিলেঢালাভাবেই নিরাপত্তা ব্যবস্থা থাকে তাহলে যাত্রীদের কাছ থেকে আরো অনেক কিছু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আকার ধারণ করতে পারে ।আগামী দিন এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দাদের সাথে ট্রেনে আসা যাত্রী সাধারণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584