মনিরুল হক, কোচবিহারঃ
পরবর্তী প্রজন্মকে সুস্থ পরিবেশ দেওয়ার লক্ষ্যে কোচবিহার শহরের কুড়িটি ওয়ার্ডেই গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে পুরসভা। বনদপ্তরের সহযোগিতায় এবং কোচবিহার পুরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে গাছ লাগানো হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান ভূষণ সিং। রবিবার অরণ্য সপ্তাহ উদযাপনের দ্বিতীয় দিনে কোচবিহারের নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বৃক্ষরোপণ করে একথা জানান চেয়ারম্যান ভূষণ সিং। এদিন স্বেচ্ছাসেবী সংস্থার ছেলেমেয়েদের সঙ্গে নেতাজী ইন্ডোর স্টেডিয়াম চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি।
এরপর ভূষণ বাবু সাংবাদিকদের জানান, “বন দপ্তরের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদের নিয়ে পুরসভার পক্ষ থেকে আজকে গাছ লাগানোর হল। স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান হিসেবে এদিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তিনি বৃক্ষরোপণ করেন। কোচবিহার পুরসভার কুড়িটি ওয়ার্ডেও গাছ লাগাবে পুরসভা। আম, জাম, আমলকী, বট, নিম, বাবুল, পেয়ারা, কৃষ্ণচূড়া, রাধাচূড়া প্রভৃতি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগানো নয়, পাশাপাশি গাছগুলি বাঁচানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেসমস্ত বাড়ির সামনে গাছ লাগানো হবে, সেই গাছগুলি সেসব বাড়ির প্রয়াত ব্যক্তি বা ছেলে মেয়েদের নাম করণ করে বাঁচানোর দায়িত্ব অর্পণ করা হবে। বোন দপ্তর ও পৌরসভার পক্ষ থেকে আজ নেতাজি ইন্দ্রর স্টেডিয়ামে বৃক্ষরোপন করা হল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584