বিদেশি দম্পতির সহযোগিতায় মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবন উদ্বোধন

0
35

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর লোকাল থানার মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয়ে ইতিহাস লেখা হল। ব্রিটিশ যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজের অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক অ্যালেন হেগ এবং তাঁর স্বামী অধ্যাপক স্টিফেন হেগের আর্থিক সাহায্যে মঙ্গলবার মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হল ছয় কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন।

foreign couple support to build prathamik vidyalay | newsfront.co
শিক্ষার্থীদের সাথে হেগ দম্পতি। নিজস্ব চিত্র

বছর খানেক আগে হেগ দম্পতির সঙ্গে মুকসুদপুরের যোগসূত্র গড়ে দিয়েছিলেন মুকসুদপুরের ভূমিপুত্র লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক বিকাশ পাল।

তাঁর আহ্বানে আগেই মুকসুদপুরে এসেছিলেন হেগ দম্পতি। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিকাশ বাবুর আর্থিক আনুকূল্যে ইতিমধ্যে পানীয় জলের সুবন্দোবস্ত হয়েছে মুকসুদপুর প্রাথমিক বিদ্যালয়ে।

আরও পড়ুনঃ লালগড় সিআরপিএফ ক্যাম্পের উদ্যোগে ছয়টি বিদ্যালয়ে কম্পিউটার প্রকল্পের সূচনা

পাশাপাশি বিকাশ বাবুর অণুপ্রেরণায় আগেই অ্যালেন হেগ বিদ্যালয়ে একটি পাঠাগার তৈরি করতে সাহায্য করেছিলেন। এবার তাঁদের সাহায্যে গড়ে উঠল দ্বিতল ভবন।

এঁদের সাথেই বিদ্যালয়ের উন্নয়নে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক ভারতী সেন, বিকাশ বাবুর বন্ধু শিকাগো প্রবাসী অধ্যাপক কালীপদ পাহান, মুম্বাই-এর অবসরপ্রাপ্ত ব্যাঙ্কার সুবীর নাগ, দুই ইঞ্জিনিয়ার মৈত্রেয়ী সামন্ত ও পদ্মা নারায়ণন।

আরও পড়ুনঃ মাহিনগর ক্যাথলিক চার্চে দেশব্যাপী শান্তি কামনায় একত্রিত সাধারণ মানুষ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাতাগণ-সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই ব্লকের একমাত্র এই বিদ্যালয়টি ২০২০ সালের জানুয়ারি থেকে পঞ্চম শ্রেণি শুরু করার জন্য অনুমোদন পেয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত লক্ষ্মীকান্ত জানা বলেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, অধ্যাপক বিকাশ পালের উদ্যোগে পুরো প্রকল্পের জন্য মোট ২০ লক্ষ টাকা পেয়ে তাঁরা গর্বিত ও কৃতজ্ঞ ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here