বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বেশ কিছুদিন আগে শিলিগুড়ির বিধানমার্কেটের তুলাপট্টিতে বিধংসী আগুন লাগে।পুড়ে ছাই হয়ে যায় বেশ কিছু দোকান।তবে কি ভাবে আগুন লাগল তার প্রকৃত কারন জানতে এদিন সকালে কলকাতা থেকে ফরেন্সিক দলের দুজন প্রতিনিধি এসে পৌছায়।এরপর আগুনে পুড়ে যাওয়া দোকানগুলি ঘুরে ঘুরে দেখেন এবং সেখান থেকে ছবি ও নমুনা সংগ্রহ করেন।
এর পাশাপাশি ফরেন্সিক দলের সদস্যরা এলাকার ব্যবসায়ীদের সাথেও কথা বলেন।অন্যদিকে এই ঘটনার দিন একটি সিসিটিভি ফুটেজে দেখতে পায় সেখানে কয়েকজন দুষ্কৃতী দোকানে ঢুকেছিল।এরপর তদন্তে নামে শিলিগুড়ি থানার পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যদিও ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে ওই দোকানগুলিতে চুরি করতে ঢুকেছিল।তবে আগুন লাগার কারণ জানতেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে কলকাতা থেকে ফরেন্সিকের দল আনা হয়।
যদিও ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশীষ সাহা জানান যে “এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কি ভাবে আগুন লাগল তা সঠিক ভাবে বলা যাবে না।তাই আমরা নমুনা সংগ্রহ করলাম। সেই নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষা করা হবে। তারপরেই বলা সম্ভব কি ভাবে আগুন লাগল।”
আরও পড়ুনঃ তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত নানুর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584