টোটো বিস্ফোরণের তদন্তে মালদহে এল ফরেন্সিক বিশেষজ্ঞরা

0
41

সায়নিকা সরকার, মালদহঃ

ইংরেজবাজার শহরের ঘোড়াপীর ঘোষপাড়া এলাকায় টোটো বিস্ফোরণের ঘটনার পাঁচদিন পর ফরেন্সিক তদন্ত শুরু হল। রবিবার সকালে কলকাতা থেকে ফরেন্সিক দলের দুই প্রতিনিধি দল মালদহে এসে টোটো বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছেন। এদিন তারা প্রথমে ঘটনাস্থলে যান এবং সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখেন।

officers | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি নমুনা সংগ্রহ করেন। ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি (হেডকোয়াটার) প্রশান্ত দেবনাথ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিকে ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে।

officer | newsfront.co
নিজস্ব চিত্র

কারণ ঘটনার বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি। টোটোর ব্যাটারি থেকে বিস্ফোরণ না কোন শক্তিশালী বোমার বিস্ফোরণ থেকেই এই ঘটনাটি ঘটেছে, তা নিয়ে এলাকাবাসী সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন। রবিবার ফরেন্সিক দল আসার পরেও সেটা জানা যায়নি।

আরও পড়ুনঃ কুখ্যাত ড্রাগ পেডলার ধৃত রায়গঞ্জে

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, “প্রাথমিকভাবে আমাদের তদন্ত অনুযায়ী ব্যাটারি থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করছেন। তাদের রিপোর্টের পাশাপাশি, মৃতদেহের পোষ্টমর্টেম রিপোর্ট অনুযায়ী সঠিক তথ্য উঠে আসবে।

এই বিষয়ে এখনও কিছু বলা সম্ভব না।” এদিকে, ভয়াবহ টোটো বিস্ফোরণে আশেপাশের যে বাড়িগুলিতে চালকের দেহাংশ ও রক্ত পড়েছিল, তা পরিস্কার করতে পুলিশ বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন বলে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here