আরো ২টি গোয়েন্দা কুকুর বন দফতরের হাতে

0
116

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

গোয়েন্দা কুকুরের সংখ্যা বাড়লো জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা ব্যাঘ্র প্রকল্পে।শনিবার জলদাপাড়ায় আনা হয়েছে “জার্মান শেফার্ড” প্রজাতির বছর দেড়েক বয়সের ট্রফিকে। বক্সায় পৌঁছেছে ওই একই প্রজাতির সমবয়সী সুইটি।

dog | newsfront.co
নিজস্ব চিত্র

টানা আট মাস ওই দুই কুকুর গোয়েন্দাগিরির পাঠ নিয়েছে মধ্য প্রদেশের ভোপাল পুলিশ কুকুর প্রশিক্ষণ কেন্দ্রে। বন ও বন্য প্রাণি সুরক্ষার প্রশ্নে নানান কৌশল রপ্ত করানো হয়েছে তাদের।

dog traning | newsfront.co
নিজস্ব চিত্র

টানা ১৭০০ কিলোমিটার পাড়ি দিয়ে ট্রফি ও সুইটি পৌঁছেছে ডুয়ার্সে। কয়েকদিন সাময়িক বিশ্রামের পর দুই প্রশিক্ষিত কুকুর পুরোদমে কাজ শুরু করবে বনদফতরের হয়ে। ওই দুই কুকুরের সাথে সাথে চারজন বনকর্মীকে একই সাথে ডগ মাস্টারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভোপালে।

আরও পড়ুনঃ ৩১ জুলাই পর্যন্ত বাড়ি থেকে কাজ করতে পারবেন শিক্ষক, অশিক্ষক, গবেষকরা

ইতিপূর্বে বছর তিনেক আগে বক্সায় আনা হয়েছিল দুই গোয়েন্দা কুকুর করিম আর লিজাকে। ম্যালিনয় প্রজাতির কুকুর করিম সারা দেশের বিচারে সেরা গোয়েন্দা কুকুরের শিরোপা ছিনিয়ে নিয়েছিল ২০১৯ সালে।

তবে জার্মান শেফার্ড লিজা ও রানি অত্যন্ত দক্ষতার নজির রেখে আসছে বনদফতরের খাতায়। বনকর্তারা মনে করছেন, করিম,লিজা ও রানির পর নতুন করে ট্রফি ও সুইটি বনদফতরের কাজে যোগ দেওয়াতে ডগ স্কোয়াড অনেক বেশি শক্তিশালী ও মজবুত হয়ে উঠল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here