নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দেশে করোনা থাবা বসানোয়, জেলাবসীদের বাঁচাতে রাজ্যে এখনও চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরে টুরিস্টদের কুলিক পাখিরালয়ে আসা প্রায় মাস দেড়েক ধরে বন্ধ । তাই বন্য নীরবতায় এখানকার প্রাণীরা যেন অনেকটাই স্বস্তিতে। আর এই স্তব্ধতার মধ্যেই রায়গঞ্জের কুলিক পাখিরালয়ে বন্যপ্রাণী এবং বিভিন্ন ধরনের পরিযায়ী পাখিরা এখানে নির্ভয়ে আনাগোনা করছে। আর এদের এই চলাফেরা দেখে বেজায় খুশি বনদফতরের কর্মী থেকে শুরু করে আধিকারিকরা।
প্রতি বছর বর্ষাকাল তথা মে-জুন মাসে বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখির দল এসে ভিড় জমায় এই কুলিক পাখিরালয়। যদিও কুলিক ফরেস্টের ভেতরে রয়েছে কুলিক নদীর ক্যানেল। আর সেখানে পরিযায়ী পাখিদের খাদ্যের জন্য ইতিমধ্যেই বেশ কিছু মাছ ও শামুক ছাড়া হয়েছে।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে প্রেস ক্লাবকে স্যানিটাইজ ছাত্র পরিষদের
মূলত শীতের সময়তেই পরিযায়ী পাখিরা এখানে এসে বাসা বাঁধে। আর মাত্র কয়েক মাস থাকার পর আবারও ভিন দেশে পাড়ি দেয় তাদের দল। তবে সামনেই আসছে বর্ষা। তাই এখনও পরিযায়ী পাখিদের আসা শুরু না হলেও দফতরের আধিকারিক ও কর্মীদের আশা এবার পরিযায়ী পাখির সংখ্যা শীতকালে আরও বাড়বে। কারন এবার কুলিকের ক্যানেলে পাখিদের খাবার ছাড়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584