ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি আন্দাজ করতে মালদহে বনমন্ত্রী

0
43

সায়নিকা সরকার, মালদহঃ

প্রাকৃতিক বিপর্যয়ের পর মালদহে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন বনমন্ত্রী রাজিব বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ে খোঁজ নিলেও এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি মন্ত্রী।

forest minister | newsfront.co
নিজস্ব চিত্র

জেলা তৃণমূল কার্যালয়ে বৈঠক শুরুর আগে রাজীববাবু জানান, ‘রাজ্যে যে সংরক্ষিত বন রয়েছে, সেখানেই ঘূর্ণিঝড়ের দাপটে প্রচুর ক্ষতি হয়েছে। সুন্দরবনে যেন ক্ষয়ক্ষতি না হতে পারে, সেজন্য বনদপ্তর থেকে ১৩২ কিলোমিটার নাইলন ফেন্সিং দেওয়া ছিল। রাজ্য জুড়ে ১৬ কিলোমিটার বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। বনাঞ্চলের ওয়াচটাওয়ার আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব এখনো তৈরি হয়নি। এই সপ্তাহের মধ্যে তা তৈরি হয়ে যাবে। তখন আমপানের জেরে বনাঞ্চলের আসল ক্ষতির সঠিক হিসাব পাওয়া যাবে।’

আরও পড়ুনঃ ইটাহার দুর্ঘটনায় মৃত পরিবারগুলির পাশে বিধায়ক

পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ধানের জমিগুলি পরিদর্শন করলেন বনমন্ত্রী। এদিন তিনি জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে পুরাতন মালদহের যাত্রাডাঙ্গার ক্ষতিগ্রস্ত ধানের জমি সরজমিনে পরিদর্শন করেন। এই বিষয়ে মন্ত্রী রাজীববাবু জানান, ‘মালদহে এই ঝড়ে বাড়িঘরের সেইরকমভাবে ক্ষতি না হলেও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আম এবং ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here