মহিলা পাইলটের নকল নাম, ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

0
247

ওয়েবডেস্কঃ

আবারও ভুয়ো খবরের শিকার সোশাল মিডিয়া । গত মঙ্গলবার  ভারতীয় বায়ুসেনা বাহিনীর তত্ত্বাবধানে পাকিস্তানের বালাকোটায় প্রত্যাঘাত করা হয়েছিল। তারপর থেকে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বায়ুসেনার উর্দি পরিহিত এক মহিলার ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ছবির এই মহিলা ঊর্বশী জরিওয়ালা , যিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানের বালাকোটায় গত মঙ্গলবারের প্রত্যাঘাতে নেতৃত্ব দিয়েছিলেন ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট এও দাবি করছে যে বায়ু সেনা বাহিনীতে নেতৃত্ব দেওয়া পাইলট ঊর্বশী জরিওয়ালা সুরাটের ভুলকা ভবন স্কুলের ছাত্রী ।

তবে সংবাদ সংস্থা বুম লাইভ সূত্রে জানা গেছে , সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যে ছবিটিকে দাবি করা হচ্ছে  উর্বশী জরিওয়ালার, সেটি আসলে স্নেহা শেখাওয়াত নামে বায়ুসেনার একজন স্কোয়াড্রন লিডারের । ২০১২ সালে প্রজাতন্ত্র দিবসে যিনি ভারতের প্রথম মহিলা যোদ্ধা হিসেবে বায়ুসেনার প্যারেডে নেতৃত্ব দিয়েছিলেন ।

নাম প্রকাশে অনিচ্ছুক বায়ুসেনার একটি সূত্র জানায় ” আমরা কোন অফিসারের নাম প্রকাশ করিনি । এমনকি বিদেশ সচিব ছাড়া ভারতীয় বায়ুসেনা বাহিনী থেকে সরকারিভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি । এই ধরনের সমস্ত দাবি গুলোই বাজে । ”

সূত্রের খবর, ” ভারত রক্ষক” নামক একটি ওয়েবসাইট যেখানে সেনাবাহিনীতে কর্মরত অফিসারদের তথ্য মজুদ রয়েছে , সেখানে স্নেহা শেখাওয়াত নামক বায়ুসেনার ওই মহিলা পাইলটের নামে সন্ধান করলে ভাইরাল হওয়া ওই ছবিটিকে দেখা যাচ্ছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here