নিজস্ব প্রতিনিধি,নিউজ ফ্রন্ট,জলপাইগুড়ি, ১৫সেপ্টেম্বর:
মাদ্রাসা সার্ভিস কমিশনের পুনর্বহাল ও কমিশনের মাধ্যমে দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে আইনি লড়াই এবং ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম।গত ১৪ই আগস্ট পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ফোরামের শান্তিপূর্ণ মিছিলে দুস্কৃতীদের আক্রমণ হয় বলে ফোরামের অভিযোগ।ফোরামের মতে, হামলাকারিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিয়ে ফোরাম কর্মকর্তাদের বিরুদ্ধেই মিথ্যে মামলা রুজু করেছে।এই পরিপ্রেক্ষিতে ফোরাম রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসকদের স্মারকলিপি প্রদানের কর্মসূচি গ্রহণ করেছে।এদিন ফোরামের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি জিষ্ণু চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসকের দপ্তরে যান স্মারকলিপি প্রদান করতে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের জেলা শাখার সম্পাদক ইসমাইল হোসেন ও জেলা শাখার সহ-সভাপতি সাহাবুল আলম প্রমুখ। স্মারকলিপি প্রদান শেষে জিষ্ণু বাবু জানান,”ডি.এম. স্মারকলিপি গ্রহণ করেছেন এবং স্মারকলিপি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।”
এই প্রসঙ্গে ফোরামের সম্পাদক রবিউল ইসলাম বলেন, “হাইকোর্ট কমিশনকে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে বলেছে, তবুও তাদের কোন হেলদোল নেই। তাই আমরা আগামী ২১ তারিখ কমিশন অভিযান করবো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584