মেদিনীপুর সমন্বয় সংস্থার বেলদা আঞ্চলিক ইউনিট গঠন

0
186

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:

রবিবার বিকেলে জেলার অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বেলদা গঙ্গাধর একাডেমীর সভা কক্ষে নারায়ণগড় , দাঁতন-১, দাঁতন-২, মোহনপুর, কেশিয়াড়ী ব্লক এলাকা নিয়ে গঠিত হলো মেদিনীপুর সমন্বয় সংস্থার বেলদা আঞ্চলিক ইউনিট। অতিথি বরনের মাধ্যমে সাভার কাজ শুরু হয়। সভায় উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সাধারণ সম্পাদক রতিকান্ত মালাকার সংস্থার লক্ষ্য – উদেশ্য ও করণীয় কাজ সম্পর্কে উপস্থিত মেদিনীপুরপ্রেমী মানুষদের অবগত করেন।

Belda Gangadhar Academy
নিজস্ব চিত্র

বক্তব্য রাখেন সংস্থার কার্যকরী সভাপতি বিমল চন্দ্র জানা, খেজুরী ইউনিটে সম্পাদক সুমন নারায়ণ বাকরা, মেদিনীপুর ইউনিটে সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা, প্রধান শিক্ষক ড. কালীপদ প্রধান প্রমুখ। প্রশ্নোত্তর পর্বে ৫ জন অংশগ্রহণ করেন। সভায় সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক ও লেখক ড.কালীপদ প্রধান সভাপতি, শিক্ষা প্রশাসক প্রদীপ পতি কার্যকরী সভাপতি, শিক্ষক পুলক পাত্র সম্পাদক, শিক্ষক সত্রাজিৎ জানাকে কোষাধ্যক্ষ করে ২১ জনের কার্যকরী কমিটি ও ১৩ জনের উপদেষ্টা মণ্ডলী গঠিত হয় l অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু।

Meeting
নিজস্ব চিত্র

২১ জনের কার্যকরী সদস্যর মধ্যে ১৮ জনকে এখন নির্বাচিত করা হয়, পরবর্তী পর্যায়ে আরও ৩ জনকে কাজের ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হবে। ২ জনকে আমন্ত্রিত সদস্য হিসাবে রাখা হয়। কার্যকরী কমিটির অফিস বেয়ারার হলেন –

সভাপতি – ড. কালিপদ প্রধান।
কার্যকরী সভাপতি – প্রদীপ কুমার পতি।
সহ সভাপতি – উৎপল দত্ত।
সহ সভাপতি – সূর্য কান্তি নন্দ।
সহ সভাপতি – সুজিত কুমার ঘোষ।
সম্পাদক – পুলক পাত্র।
সহ সম্পাদক – স্বপন ঘোষ।
সহ সম্পাদক – সন্তু জানা।
সহ সম্পাদক – অলক রঞ্জন প্রধান।
সহ সম্পাদক – সঞ্জীব সামুই।
কোষাধ্যক্ষ – সত্যজিৎ জানা।
সদস্য – তপন পাহাড়ী ।
সদস্য – রঞ্জিত দাস।
সদস্য – প্রণব কুমার গিরি।
সদস্য – প্রশান্ত দাস।
সদস্য – দেব দুলাল মাইতি।
সদস্য – রঞ্জন শাসমল।
সদস্য – প্রদীপ কুমার দাস।
আমন্ত্রিত সদস্য- নরসিংহ দাস ও রাজ কুমার ঘোষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here