নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।

আরও পড়ুনঃ নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ কোয়াক ডাক্তারের বিরুদ্ধে
জানা গিয়েছে গত তিনদিন আগে যখন ওই শিশুকন্যার বাড়িতে কেউ ছিল না। সেই সময় ওই শিশুকন্যা বাড়ির মধ্যেই খেলছিল। তখনই পাশের বাড়ির এক যুবক চকলেট ও খাবারের প্রলোভন দেখায়। এরপর ওই শিশুকন্যাটিকে ওই যুবক বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

এরপর বুধবার রাতে যখন ওই শিশুকন্যাকে তার মা পড়তে বসতে বলে, তখন শিশুকন্যাটি তার মাকে বলে তার শীরর খুব ব্যাথা করছে। এরপর ওই শিশুকন্যাটির মা জিজ্ঞেসা করেন যে কেউ কি তাকে মেরেছে নাকি।শিশুকন্যাটি তার মাকে সব কথা খুলে বলে। এরপর ওই শিশুকন্যার পরিবারের তরফ থেকে ঘোষপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
পুলিশ অভিযোগের ভিত্তিতে এদিন ওই যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের নাম দিগেন রায় (১৮)। সে ঘোষপুকুর এলাকার বাসিন্দা। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584