প্রয়াত বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান দেবপ্রসাদ

0
52

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

প্রয়াত হলেন জনপ্রিয় তৃণমূল নেতা তথা বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান দেবপ্রসাদ কুণ্ডু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে বাঁকুড়ার তৃণমূল কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বুধবার ভোর রাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

died Dev Prasad | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিলেন। সারাজীবন মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আর তাই সকলেই তাকে শ্রদ্ধা করতেন । দেবপ্রসাদ কুণ্ডু (তারা) ১৯৮১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বাঁকুড়া পুরসভার কাউন্সিলর ছিলেন।

আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় উদ্ধার দেশি পিস্তল, গ্রেফতার দুই যুবক

এরমাঝে ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি পুরসভার পুরপ্রধান ছিলেন। ২০০৪ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও সিপিএমের বাসুদেব আচারিয়ার কাছে তিনি পরাজিত হন।

প্রাক্তন পুরপ্রধান দেবপ্রসাদ কুণ্ডু (তারা) র মৃত্যু সংবাদ পেয়ে তাঁর বাড়িতে যান জেলা তৃণমূল নেতৃত্ব। শেষ শ্রদ্ধা জানান তাঁকে। দেবপ্রসাদ কুণ্ডু মহাশয়কে হারিয়ে সকলের মনের মধ্যে ছিল বিষাদের সুর।

এদিন তাঁর মরদেহ প্রথমে বাঁকুড়া পুরসভা ও পরে জেলা তৃণমূল ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতা কর্মী থেকে অসংখ্য সাধারণ মানুষ তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে লখ্যাতড়া মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।

বাঁকুড়া পুরসভার পুরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত প্রয়াত দেবপ্রসাদ কুণ্ডু(তারা) জেলা তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা আখ্যা দিয়ে বলেন, উনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক আন্দোলনে যোগ দিয়েছেন। তাঁর মৃত্যুতে জেলা তৃণমূলের অপূরণীয় ক্ষতি হলো বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here